চিন্তন নিউজ:১৪ই সেপ্টেম্বর:- আরামবাগ থেকে জাকির মহম্মদ জানিয়েছেন যে আরামবাগ শহরের সঙ্গে পুরুলিয়া , বাঁকুড়া ও মেদিনীপুর এর প্রধান সংযোগ কারী রামকৃষ্ণ সেতুটি দীর্ঘদিন ধরেই অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল। যেখানে সেখানে বড় বড় গর্তের ফলে নিত্যদিনের দূর্ঘটনা প্রায় নিয়মে পরিনত হয়েছিল।সাধারণ মানুষ বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করে আসছে । দেওয়া হয়েছে ডেপুটেশন,হয়েছে অবরোধ। কিন্তু কাজের কাজ হয়নি। আজ সেই সেতুটির শহরের দিকের অনেকটা অংশ আচমকা ভেঙে পড়ে। এখন যে পরিস্থিতি , যে কোনো মূহুর্তে সম্পূর্ণ ভেঙে পড়তে পারে এই ব্যস্ততম সেতুটি। দু’বছর আগে সেতুটি সংষ্কার হলেও নিম্নমানের মালমশলা দেওয়ায় তাতে অচিরেই ভাঙন ধরে। সাধারণ মানুষ সেতুটি আশঙ্কায় ব্যস্ততম সেতুটি দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।
চন্দননগর থেকে চৈতালি নন্দী জানিয়েছেন যেচন্দননগর গভর্নমেন্ট কলেজ, যা এককালে ডুপ্লে কলেজ নামে পরিচিত ছিল সেখানের পুরোনো হেরিটেজ বিল্ডিংটি সংষ্কার করে তার পুরোনো রূপ ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এটি সংষ্কার করার শুরুতেই গেল গেল রব তুলেছিলেন অনেক চন্দননগরবাসী। কিন্তু প্রকৃত সদিচ্ছা ও দৃঢ়প্রতিজ্ঞ থাকলে যে কোনো কাজ করা সম্ভব তা করে দেখালেন এই কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশীষ সরকার।
সুপর্না রায় জানাচ্ছেন যে১৩-৯-২০ রবিবার ডিওয়াইএফ আই এবং সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির যৌথ উদ্যোগে শান্তিনগর শাখা ,মানকুন্ড,তেলেনীপাড়াএরিয়া কমিটি হুগলি,৩৪ তম স্বেচ্ছায় রক্তদান শিবির এ ৫০ জন রক্তদান করেন। এই দিন সন্ধ্যায় প্রতিবছর এর ন্যায় ৮৫ জন মাধ্যমিক উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের এবং মানুষ গড়ার কারিগর যারা সেই শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়া হয়।
শ্রীরামপুর থেকে সায়ঙ্ক মন্ডল জানিয়েছেন যে -নিত্যপ্রয়জনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, দিল্লীর দাঙ্গায় সীতারাম ইয়েচুরি সহ প্রতিবাদীদের সাজানো মামলায় ফাঁসানোর বিরুদ্ধে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে শ্রীরামপুর পূর্ব অঞ্চলে বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের যৌথ প্রতিবাদ মিছিল। উপস্থিত ছিলেন সিপিআই(এম) হুগলী জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়, জেলা নেতা সুমঙ্গল সিং, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা জনাব আব্দুল মান্নান, হুগলী জেলা কংগ্রেস নেতা শ্রী সঞ্জয় চ্যাটার্জ্জী, শ্রীরামপুর শহর কংগ্রেসের সভাপতি শ্রী কিরীটী মুখার্জি ও অন্যান্য নেতৃত্ব……
সায়ঙ্ক মন্ডল আরও জানিয়েছেন যে ভারতের ছাত্র ফেডারেশন শ্রীরামপুর পূর্ব লোকাল কমিটি অন্তর্গত শ্রীরামপুর কলেজ শাখা পক্ষ থেকে ডেপুটেশন সংগঠিত হলো ডেপুটেশনে মূল দাবি ছিল ১) ১৪ই আগস্টের আগে যেসব ছাত্র-ছাত্রীদের থেকে অ্যাপ্লিকেশন ফি (Application Fee) নেওয়া হয়েছিল তাদের অবিলম্বে সেই টাকা ফেরত দিতে হবে…
২) অনলাইন ক্লাস কিছুতেই বাধ্যতামূলক করা চলবে না…
মূলত এই দুটো দাবি জানিয়ে আজ SFI শ্রীরামপুর কলেজ শাখার পক্ষ থেকে শ্রীরামপুর কলেজ কর্তৃপক্ষকে ডেপুটেশন দেওয়া হলো..
শ্রীরামপুর থেকে সংবাদ সংগ্রাহক সায়ঙ্ক মন্ডল আরও জানিয়েছেন যে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী ) শ্রীরামপুর পূর্ব এরিয়া কমিটির অন্তর্গত ৩নং শাখার উদ্যোগ বাড়ি বাড়ি জনসংযোগ ও অর্থ সংগ্রহ চলছে । এই কাজ দুবেলা করে চলবে বলে নেতৃত্ব জানিয়েছেন।
হুগলি জেলার সংবাদ সংগ্রাহক সায়ঙ্ক মন্ডল জানিয়েছেন যে চাপদানি থেকে হুগলি জেলা কমিটির ডাকে গণ অর্থ সংগ্রহ চলছে।
চাঁপদানী এরিয়া সহ জেলার সর্বত্র চলছে এই কর্মসূচি। এদিন চাঁপদানীতে উপস্থিত ছিলেন জেলার সম্পাদক মন্ডলির সদস্য কম: তীর্থঙকর রায় , কমরেড স্বপন চক্রবর্তী, কমরেড অরুণ দাস, কমরেড অচিন সুর এছাড়া ভদ্রেশ্বর ; হরিপাল সহ হুগলী জেলা বিভিন্ন প্রান্তে চলছে জনসংযোগ ও গন অর্থ সংগ্রহ কর্মসূচি।
সোমনাথ ঘোষ শ্রীরামপুর থেকে জানিয়েছেন যেসিপিআই(এম) চন্ডীতলা ১ এরিয়া কমিটির উদ্যোগে সীতারাম ইয়েচুরি বিরুদ্ধে মিথ্যা মামলা, মূল্যবৃদ্ধি ও দিকে দিকে প্রতিবাদী কন্ঠরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মশাট বাজারে মিছিল ও পথসভা হয়।
বক্তব্য রাখেন কমরেড আব্দুল হাই ।
সোমনাথ ঘোষ শ্রীরামপুর থেকে আরও জানিয়েছেন যেচন্ডীতলা ব্লক কৃষক সভার উদ্যোগে হরিয়ানার কুরুক্ষেত্রে আন্দোলনরত কৃষকদের উপর পুলিশের নির্যাতন ও দিল্লির দাঁঙ্গা তে সর্বভারতীয় সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি বিরুদ্ধে চার্জশিট দেওয়ার বিরুদ্ধে ভগবতীপুর বাজারে পথসভা হয়।
পথসভায় বক্তব্য রাখেন কমরেড সোমনাথ ঘোষ ও কমরেড আজিম আলি কমরেড ভক্তরাম পান । সভাপতিত্ব করেন কমরেড গোকুল বাকুলি।
রুদ্র চক্রবর্তী জানিয়েছেন যে অর্থসংগ্রহের কাজ চলছে ১৬ নং শাখা__চন্দ্রহাটি।
আরামবাগ থেকে কৌশিক মালিক জানান যেআরামবাগ সি পি আই এম ২ নং লোকাল কমিটির মাধবপুর পঞ্চায়েতের জয়সিংহচক ও কালুপাড়াই চলছে গন অর্থ ও জনসংযোগ কর্মসূচি!
সুপর্না রায় জানাচ্ছেন যে সিপিআই(এম) চন্ডীতলা ১ এরিয়া কমিটির উদ্যোগে সীতারাম ইয়েচুরি বিরুদ্ধে মিথ্যা মামলা, মূল্যবৃদ্ধি ও দিকে দিকে প্রতিবাদী কন্ঠরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মশাট বাজারে মিছিল।