জেলা

হুগলি জেলার সংবাদ_


চৈতালি নন্দী:- চিন্তন নিউজ:১৪ই সেপ্টেম্বর,২০২০:-গতকাল পোলবা দাদপুর দোগাছিয়া গ্রামে মাত্র ৬ মাস আগে তৈরী ঢালাই রাস্তায় বড়সড় ফাটল।প্রায় ৪ ফুট বসে গেছে রাস্তা।এলাকার মানুষের মধ‍্যে ছড়িয়ে পড়েছে অসন্তোষ। রাস্তা পরিদর্শন করেছেন পঞ্চায়েত এর পূর্ত কর্মাধক্ষ‍্য প্রশান্ত গোল। জানা গেছে তৃনমূল বিধায়ক অসিত মজুমদার এর তত্বাবধানে এই রাস্তা তৈরি হয়ছিল।

চৈতালি নন্দী আরও জানিয়েছেন যে গোঘাটে বিজেপি কর্মী খুনের ঘটনায় বিজেপি পথ অবরোধ হয়। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি ও তার ফলে পুলিশ লাঠিচার্জ করতে বাধ‍্য হয়।

চৈতালি নন্দী জানিয়েছেন যে ভদ্রেশ্বর সর্বোদয় শিক্ষক শ্রীওম সাহা মানকুন্ডু মানসিক হাসপাতালের আবাসিক দের আহারের ব‍্যবস্থা করেন। এর আগেও লকডাউনের সময়ে তিনি কাজ হারানো মানুষ দের খাদ‍্যসামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছেন।

চৈতালি নন্দী জানিয়েছেন যে মোবাইল রিচার্জ করতে গিয়ে বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ হয়ে যায় চন্দননগর কাঁটাপুকুর অঞ্চলের এক কিশোরী। অনেক খোঁজাখুঁজির পর তাকে চন্দননগরের নতুন ব্রিজের নীচে একটি পরিত্যক্ত জায়গায় খুঁজে পাওয়া যায়।পরিবারের তরফ থেকে তাকে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।আচ্ছন্ন অবস্থায় থাকার ফলে পুলিশ কোনো অনুসন্ধানে র তথসূত্র পায়নি।মেয়েটি একটু সুস্থ হলে অপরাধীদের সন্ধান পাওয়া যাবে বলে পুলিশ মনে করছে।

কৌশিক মালিক আরামবাগ থেকে জানিয়েছেন যে-:আরামবাগ সিপিআইএম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় চলছে বাড়ি বাড়ি জনসংযোগ ও অর্থ সংগ্রহ!!


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।