জেলা

হুগলি জেলার সংবাদঃ-


চিন্তন নিউজ, ৯ ই অগাষ্টঃ- সোমনাথ ঘোষঃ-আজ কুমিরমোড়ায় বাম গণসংগঠনগুলির ডাকে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন, সর্ষের তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও স্কুল- কলেজ খোলা,ভগবতীপুর উত্তরপাড়া মিনিবাস অবিলম্বে চালু করা,ভ্যাকসিন নিয়ে
তৃণমূলের দলবাজির বিরুদ্ধে মিছিল ও পথসভা হয়। উপস্থিত ছিলেন কৃষক,ক্ষেতমজুর,যুব ও মহিলা সংগঠনের নেতৃবৃন্দ।বক্তব্য রাখেন অশোক নিয়োগী ও সোমনাথ ঘোষ।

আজ এস এফ আই এস‌এফ‌আই শ্রীরামপুর পূর্ব আঞ্চলিক কমিটির উদ্যোগে অবিলম্বে স্কুল কলেজ খোলার দাবিতে সাক্ষর সংগ্রহ করা হয়।

আজ দিল্লিতে ঐতিহাসিক কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কৃষক বিরোধী আইন ও শ্রমকোড বাতিলের দাবিতে ভারত বাঁচাও দিবসে শ্রীরামপুর মহকুমার অবস্থান বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন কমরেড ভক্তরাম পান, কমরেড শান্তশ্রী চ্যাটার্জি, কমরেড সুজাতা বিশ্বাস, কমরেড নবনীতা চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব।

জয়দেব ঘোষঃ- প্রায় কুড়িজনের উপস্থিতিতে আজ (০৯/৮/২১) পোলবা অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়াকে ডেপুটেশন দেওয়া হল । সুন্দর পরিবেশে ম্যাডামের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে । সব বিষয়ই উনি আন্তরিক ভাবে শুনলেন এবং সমাধানের চেষ্টা করবেন জানালেন ।

সুব্রত দাশগুপ্তঃ- জনবিরোধী কৃষি ও শ্রমিক আইন,বিদ্যুৎ বিল ২০২১ বাতিল সহ এগারো দফা দাবীতে সিআইটিইউ, এআইকেএস, এআইকেএম ইউ সহ সহ বামপন্থী শ্রমিক ও কৃষক সংগঠন গুলির ডাকে “ভারত বাঁচাও” দিবসের বিক্ষোভসভা হয় হুগলি- চুঁচুড়া বিধানসভার পিপুলপাতি অঞ্চলে। এই সভায় বক্তব্য রাখেন কমঃ আশুতোষ মুখার্জী,মনোদীপ ঘোষ,বন্যা টুডু,সুনীল সাহা,আমজাদ হোসেন,অরিন্দম ভট্টাচার্জ সহ বামপন্থী কৃষক ও শ্রমিক নেতৃবৃন্দ।

অর্পন গাঙ্গুলীঃ-ডানলপ বাশঁবেড়িয়া চন্দ্রহাটি রেড ভলানটিয়ার্স দের পক্ষ থেকে আজ ত্রিবেনী গঙ্গার ঘাটে এবংকালীতলার একটি অংশের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী,মাস্ক,ও করোনা সচেতনতার বার্তা দেওয়া লিফলেট বিতরণ করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।