চিন্তন নিউজঃ– জয়দেব ঘোষঃ-১৯শে সেপ্টেম্বর:- সিপিআই(এম) ব্যান্ডেল-কোদালিয়া এরিয়া কমিটি-র অন্তর্গত সিপিআই(এম) রবীন্দ্র৩শাখার সম্মেলন উপলক্ষ্যে পার্টির রক্ত পতাকা উত্তোলন ও শহীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন। এই প্রচণ্ড দুর্যোগে মাঝেও অসুস্থ ব্যক্তিকে “অক্সিজেন ” সিলেন্ডার পৌঁছাতে ব্যস্থ বৈঁচী রেডভলেন্টিয়ার এবং বৈঁচী -১এর বৈঁচীগ্রাম ও চৌবেড়ার ডি ওয়াই এফ আই এর সম্পদক এবং সভাপতি কমরেড চন্দ্রনাথ পণ্ডিত ও অমিত দাস।
আজ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পাণ্ডুয়া চক্রের পক্ষ থেকে হুগলী জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের মাননীয়া সভাপতি শিল্পা নন্দী কে আজ সংবর্ধনা দেওয়া হলো।উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ও সার্কেল সম্পাদক জয়দেব ঘোষ,সভাপতি আব্দুর রহিম,সহ সভাপতি নন্দন দাস,সহ সম্পাদক বিপ্লব দাস,শান্তনু ব্যানার্জী।আজ হগলী জেলা ৩৬ তম সম্মেলন( সিঙ্গুরে) পতাকা উত্তোলন ও শহীদ স্মরণের মধ্য দিয়ে শুরু হলো। পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি কমরেড দেবকুমার চ্যাটার্জী।শহীদ বেদিতে মাল্যদান করেন প্রাদেশিক কৃষক সভার সম্পাদক কমরেড অমল হালদার, জেলা সম্পাদক কমরেড ভক্তরাম পান সহ অন্যান্য নেতৃত্ব ।
সুব্রত দাশগুপ্তঃ– সি আই টি ইউ রাজ্য সন্মেলন উপলক্ষে বাঁশবেডিয়া স্টেশন বাজারে অর্থ সংগ্রহ কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন সি আই টি ইউ কমরেড সুব্রত দাশগুপ্ত,কমঃ শৈলেন বিশ্বাস,কমঃদীলিপ প্রামানিক,কমঃরুদ্রপ্রসাদ চক্রবর্তী সহ আর ও অনেকে