জেলা

হুগলি জেলার সংবাদঃ–


চিন্তন নিউজঃ- সোমনাথ ঘোষঃ–১৯শে অক্টোবর:– সি পি আই (এম) চন্ডীতলা ১ নং এরিয়া কমিটির সম্মেলন মঞ্চে গণশক্তি তহবিলের জন্য মশাট এলাকার পার্টি দরদী সরমা চক্রবর্তী’র পাঠানো ৫০০০ টাকা হুগলী জেলা সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য কমরেড দেবব্রত ঘোষ-এর হাতে নগদে তুলে দেন তাঁর ভাই ও সম্মেলনে মশাট-১ শাখার প্রতিনিধি রবীন চক্রবর্তী।

জয়দেব ঘোষঃ-ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) হুগলী জেলা ২৪তম সম্মেলন উপলক্ষ্যে আজ আরামবাগ রামমোহন হলে অনুষ্ঠিত হলো অভ্যর্থনা কমিটি গঠনের সভা। আগামী ১৯ থেকে ২১ ডিসেম্বর, ২০২১ অনুষ্ঠিত হবে সম্মেলন।কমরেড সুদর্শন রায়চৌধুরী নগর (আরামবাগ)।কমরেড বিনয় দত্ত, কমরেড বলাই সাবুই, কমরেড অসিত মুখার্জী, কমরেড দিলীপ চ্যাটার্জী, কমরেড আসরাফ হোসেন মঞ্চ (রবীন্দ্রভবন)। সভায় উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক কমরেড দেবব্রত ঘোষ সহ জেলার নেতৃত্বরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।