চিন্তন নিউজ:৩০শে সেপ্টেম্বর:-শুভেন্দু নন্দী :- আরামবাগ:-আজ সিপিআইএম আরামবাগ বাসস্ট্যান্ড এর দোকানে দোকানে অর্থ সংগ্রহ ও জনসংযোগ এর কাজ চলছে।

সুপর্না রায়:- ব্যান্ডেল:-হুগলি জেলার কোন্নগর এ আইপিএল নিয়ে এক বেটিং চক্রের হদিশ পাওয়া গেল।। হুগলি র কোন্নগর একটি জায়গায় হানা দিয়ে সাত জনকে আটক করে উত্তরপাড়া পুলিশ। উদ্ধার করা হয় প্রচুর টাকা ও বেশ কিছু আগ্নেয় অস্ত্র। বেটিং চক্রের জাল কতদূর ছড়িয়েছে তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।। এর আগেও রিষড়া ও হিন্দমোটর এ বেটিং চক্রের হদিশ পাওয়া গিয়েছিল।। চন্দননগর কমিশরানেট এর পদস্থ কর্তা বলেছেন টাকা , মোবাইল ও বেশ কিছু টাকা উদ্ধার করা হয়েছে।। বেটিং চক্রের সাথে আর কেউ যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।।।

সুপর্না রায়:- ব্যান্ডেল:-জাঙ্গীপাড়া তে রাস্তা সম্প্রসারন হবে তাই সাধারণ মানুষের আসত্তি স্বত্ত্বেও শিয়াখালা থেকে জাঙ্গীপাড়া পর্যন্ত এই ১৩ কিলোমিটার রাস্তায় যে আম,দাম, কাঁঠাল,তার,বট, অশ্বত্থ, শিমুল,সোনাঝুড়ি,তা কেটে ফেলার ফরমান জারি করা হয়েছে।। যুক্তি হিসেবে বলা হয়েছে রাস্তা বড় হলে দূর্ঘটনা অনেক কম ঘটবে। এলাকার এক বাসিন্দা পার্থপ্রতিম দাশগুপ্ত নামে এক ব্যাক্তি গাছ কাটার বিরুদ্ধে আর্জি জানিয়েছেন জেলাশাসক এর কাছে।। তিনি সর্বসমক্ষে জানিয়েছেন যে আজ তারা গাছ কাটার পক্ষে রয়েছেন তার ফল মোটেও ভালো হবে না।। গাছ কাটা আমাদের দীর্ঘমেয়াদি ক্ষতিগ্রস্ত করবে।।

শিবাজি মিত্র:- ব্যান্ডেল:-আপনারা যেমন হঠাৎ রামচন্দ্রকে দেখতে পেয়েছেন তেমন আমরাও উত্তর প্রদেশের মাটিতে সীতার চিতা দেখতে পেয়েছি। আজ থেকে এই প্রতিজ্ঞা হোক এই অমানবিক মানসিকতার যাকে দেখবেন তাকেও একজন ধর্ষক হিসাবে দেখবেন আর এই শয়তান গুলোর বিরুদ্ধে সোচ্চার হবেন।।জিভ যতক্ষন থাকবে সেটা ব্যবহার করুন — কেটে দিলে আর ব্যবহার করতে পারবেন না।।