চিন্তন নিউজ, ১৩ অক্টোবর, আবীর মুখোপাধ্যায়, পুড়শুড়া: ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং গণতান্ত্রিক মহিলা সমিতির যৌথ উদ্যোগে পুরশুড়ায় সফলভাবে রক্তদান কর্মসূচি পালন করা হল। পুরশুড়ার সোয়ালুক আজাদ প্রাথমিক বিদ্যালয়ে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এসএফআই হুগলি জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড সম্রাট পোড়েল এবং এসএফআই হুগলি জেলা কমিটির সভানেত্রী কমরেড নবনীতা চক্রবর্তী।
রাজ, সিঙ্গুর: কেন্দ্র সরকারের জনবিরোধী কৃষি বিল ও গোটা দেশ জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে কৃষক সভা ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হল।
তরুন ঘোষ, মগরা: উত্তর প্রদেশের হাতরাসের ঘটনা ও পশ্চিমবঙ্গের ক্রমাগত নারী নির্যাতনের প্রতিবাদে মগরা এলাকায় চাঁপা রুই মোড়ে সিআইটিইউ, কৃষক সভা ও খেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সুব্রত দাসগুপ্ত, বাশবেড়িয়া: নয়া কৃষক বিল বাতিল করো, শ্রমিক বিরোধী শ্রম আইন প্রত্যাহার করো, রাষ্ট্রায়ত্ত শিল্প গুলোকে বিক্রি করা বন্ধ করো – সহ ১৬ দফা দাবীতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো।
শিবাজি মিত্র, ব্যান্ডেল: সম্রাট বন্দ্যেপাধ্যায় ও উমা বন্দ্যেপাধ্যায়, কেওটা ঘোষপাড়া নিবাসী। তাঁদের ( মা ও ছেলে) জন্মদিন একই দিনে। কোন অনুষ্ঠানের আয়োজন না করে পি.আর.সি হুগলির কোষাধ্যক্ষ তিলক চ্যাটার্জীর হাতে পুরো টাকাটাই দান করলেন।