জেলা

আজকের হুগলি জেলার সংবাদ


চিন্তন নিউজ, ১৬ অক্টোবর, জয়দেব ঘোষ, পান্ডুয়া: বঙ্গভঙ্গের প্রতিবাদে ১৯০৫ সালে ১৬ই অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় সম্প্রীতির রাখি বন্ধন অনুষ্ঠান করেছিলেন। বর্তমানে রবীন্দ্রনাথের এই অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা উল্লেখ করে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি বলাগড় আঞ্চলিক কমিটির উদ্যোগে কোলড়া মোড় এলাকায় সকাল ৯টা থেকে সম্প্রীতির রাখি বন্ধন অনুষ্ঠান পালন করা হয়।

আবীর মুখোপাধ্যায়, চন্দননগর: আজ ভারতের ছাত্র ফেডারেশন চন্দননগর ২ প্রস্তুতি কমিটির ডাকে চন্দননগর বাগবাজার মোড়ে, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে এবং উত্তর প্রদেশের হাতরাস কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে এক বিক্ষোভ সভা ও পথ অবরোধ করা হয় এবং কুশ পুতুল দাহ করা হয়। উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন হুগলি জেলা কমিটির সভানেত্রী নবনীতা চক্রবর্তী।

আবীর মুখোপাধ্যায়, তারকেশ্বর: তারকেশ্বরের পিয়াসারা বাজারে সিপিআইএম পার্টির সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তা পান্ডুয়ার বিধায়ক কমরেড আমজাদ হোসেন ও অন্যান্য বাম নেতৃত্ব।

সুদীপ্ত সরকার, জাঙ্গীপাড়া: আজ মুন্ডলিকা বাজারে বঙ্গীয় স্বাক্ষরতা প্রসার সমিতি ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন মুন্ডলিকা ইউনিটের উদ্যোগে ১৯০৫সালে বঙ্গভঙ্গ রদ আন্দোলনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুরু করা প্রতিকী প্রতিবাদ “রাখী বন্ধন” অনুষ্ঠান চলছে৷ আজকের এই ঐতিহাসিক দিনটির গুরুত্ব তুলে ধরেন স্বাক্ষরতা আন্দোলনের নেতৃত্ব কমরেড জগন্নাথ কুন্ডু, শিক্ষক আন্দোলনের নেতৃত্ব কমরেড বীরেন দে, কমরেড সুপ্রকাশ সর্দার, গণতান্ত্রিক আন্দোলনের নেতা কমরেড সুদীপ্ত সরকার৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাক্ষরতা আন্দোলনের নেতা কমরেড গোলাম মোস্তাফা।

জয়দেব ঘোষ, চুঁচুড়া: জাতীয় শিক্ষা নীতি বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ রাইট টু এডুকেশন ফোরাম হুগলী জেলা শাখার। চুঁচুড়া ঘড়ির মোড়ের সভায় সভাপতি মন্ডলীর পক্ষে এবিটিএর সুদীপ তরফদার, এবিপিটিএ জেলা সম্পাদক কমল মল্লিক, এসএফআই-এর শান্ত সরকার সভা পরিচালনা করে। এই সভায় এবিটিএ-র রামপ্রসাদ হালদার, এস.এফ.আই. এর ঝিলিক কুমার দাস ও এবিটিএ র জেলা সম্পাদক গৌতম সরকার ও এবিপিটিএর রাজ্য সাধারণ সম্পাদক মোহনদাস পন্ডিত বক্তব্য রাখেন। সভা নিয়ে পথ চলতি মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখতে পাওয়া যায়।

জয়দেব ঘোষ, পান্ডুয়া: ১৯০৫ সালে ১৬ই অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় সম্প্রীতির রাখি বন্ধন অনুষ্ঠান করেছিলেন বঙ্গভঙ্গ ষড়যন্ত্রের বিরুদ্ধে। বর্তমানে রবীন্দ্রনাথের এই অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা উল্লেখ করে বঙ্গীয় সাক্ষারতা প্রসার সমিতির পাণ্ডুয়া আঞ্চলিক কমিটির উদ্যোগে পাণ্ডুয়া স্টেশন এলাকায় বিকেল ৩:৩০টা থেকে সম্প্রীতির রাখি বন্ধন অনুষ্ঠান পালন করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।