সন্ত স্মরণ বন্দ্যোপাধ্যায়:— চিন্তন নিউজ :২৪শে আগস্ট:- কারো নামের বানান ভূল তো কারো বয়স প্যান কার্ডের সাথে মিলছেনা। কেউ প্রভিডেন্ট ফান্ডে নতুন এ্যাকাউন্ট খুলতে গিয়ে পারছেন না তো কেউ রিটায়ারমেন্টের মুখে দাঁড়িয়ে সার্ভিস ডকুমেন্টের সাথে পুরোপুরি নাম না মেলায় চিন্তিত হয়ে পড়ছেন। এই সমস্তই হচ্ছে সব ব্যাপারে আধার কার্ডের সংযুক্তিকরণের বাধ্যবাধকতার ফলে। পুরো শ্রীরামপুর শহর আর সন্নিহিত অঞ্চলে খোঁজ নিয়ে জানা গেল বর্তমানে সরকারের নির্দিষ্ট করে দেওয়া ব্যাঙ্ক ও পোস্ট অফিসগুলি এই আধার কার্ড আপডেটের কাজ বন্ধ করে রেখেছে। যার ফলে অসুবিধায় পড়েছেন হাজার হাজার মানুষ। অথচ আগে এই আধার কার্ডের যাবতীয় আপডেট সংক্রান্ত কাজ মানুষ নিজেও ল্যাপটপ, মোবাইল এর মাধ্যমে করতে পারতো। তাই সরকারের কাছে দাবী হয় অনুমোদিত সেন্টারগুলি চালু করা হোক নচেত মানুষকে তার নিজের আধারকার্ডের আপডেট নিজেকেই করতে দেওয়া হোক।
হুগলি জেলার চন্দননগর থেকে ভোলা হাজরা জানিয়েছেন যেউচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের জীবন এ চলার পথে এগিয়ে চলার শুভকামনা জানালো চন্দননগর সংযুক্ত নাগরিক কমিটি _১০ নং ওয়ার্ড।
শ্রীরামপুর থেকে সংবাদ সংগ্রাহক সায়ঙ্ক মন্ডল জানিয়েছেন যে১৬ দফা দাবীতে ২০-২৬ আগস্ট’ ২০২০ সিপিআই (এম) এর ডাকে দেশজোড়া প্রতিবাদ সপ্তাহের প্রচারের সমর্থনে সিপিআই (এম) শ্রীরামপুর পূর্ব এরিয়া কমিটির ডাকে চাতরা ময়লাডিপো অঞ্চলে আজ প্রবল দুর্যোগের মাঝে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
অরিত্র শীল:—– চুঁচুড়া__স্বাস্থ্য বিধির নিয়মে শিল্পীদের জীবন ও জীবিকায় লকডাউন।শিল্প ও শিল্পীদের পাশে দাঁড়াক সরকার, এই দাবিতে ২৬ অগাস্ট দুপুর ৩ টায় হুগলীর জেলাশাসককে স্মারকলিপি দেবে ভারতীয় গণনাট্য সংঘ, পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ এবং পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ।ঐ সময় চুঁচুড়া ঘড়ির মোড়ে হবে সাংস্কৃতিক সমাবেশ।শিল্প ও শিল্পীদের রক্ষার দাবিতে একাত্মবোধ করেন এমন সকলের কাছে আহ্বান আসুন ঐদিন আখনবাজারে জমায়েত হই ঠিক দুপুর ২ টায়।
রুদ্র চক্রবর্তী:– ত্রিবেনীর বাঁশবাড়িয়া স্টেশন এর সামনের পার্টি অফিস এর সামনে আজ বিকেলে ঘন্টাখানেক এর বৃষ্টি তে এই পরিমাণ জল জমেছে। প্রতি বর্ষায় এই দূর্ভোগ হুগলি জেলার মানুষ এর নিত্যদিনের সঙ্গী।