চিন্তন নিউজঃ- ১২ই মার্চ:– জয়দেব ঘোষঃ-ইউক্রেন ফেরৎ ডাক্তারী পড়া ছাত্রী নসিবপুরের রাজলক্ষী চক্রবর্তীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন এসএফআই রাজ্য সম্পাদকসৃজন ভট্টাচার্য ও সিঙ্গুর দক্ষিন এরিয়া কমিটির সম্পাদক কমরেড অভিজিৎ সাঁতরা সহ সিঙ্গুরের ছাত্রযুব নেতৃত্ব ।
দেবারতি বাসুলীঃ-২৮ ও২৯ শে মার্চ ২২ ধর্মঘটের সমর্থনে বক্তব্য রাখছেন সি আই টি ইউ নেতা কমরেড তীর্থঙ্কর রায়, কেন্দ্রীয় হুগলী জেলা কনভেনশন ,হুগলি জেলা।
সোমনাথ ঘোষঃ-শাসকের বিরুদ্ধে অকুতোভয়,
গরীব মানুষের হয়ে কথা বলা, যেকোন ঘটনায় তাৎক্ষণিক যুক্তি ও সহজ উদাহরণ দিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করা, শিয়াখালা – শ্রীপতিপুর চৌমাথায় মাইক হিসেবে অবাধ বিচরণ, সদা মুখর লাল মোহন সমাদ্দার(লালুদা) আর নেই।
কয়েক বছর আগে একমাত্র ছেলেকে হারিয়ে কিছুটা হলেও ভেঙে পড়েছিলেন।