জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়:— চিন্তন নিউজ:- হুগলি:—-সি পি আই (এম) কোতরঙ-হিন্দমোটর এরিয়া কমিটির উদ্যোগে কোতরঙ বটতলা লেনে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কার্যক্রম ও স্বৈরাচারী পদক্ষেপ এর প্রতিবাদে পথসভা অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যায় এই পথসভায় প্রধান বক্তা ছিলেন রেল কর্মী ইউনিয়নের অন্যতম নেতা, ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড সূর্য কুমার ব্যানার্জী। সভাপতি ছিলেন সি পি আই (এম) কোতরঙ-হিন্দমোটর এরিয়া কমিটির সম্পাদক কমরেড পৃথ্বীশ ভট্টাচার্য। এছাড়াও বক্তব্য রাখেন সি পি আই (এম) হুগলী জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন সি পি আই (এম) হুগলী জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জয়দেব চ্যাটার্জী।
অরিত্র শীল:— চুঁচুড়া:—কেন্দ্রীয় সরকার অনুমতি দিয়েছে গতকাল একুশে সেপ্টেম্বর থেকে মুক্তাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যাবে। প্রায় ছমাস লকডাউন থাকার পরে সাংস্কৃতিক কর্মীরা প্রকাশ্যে অনুষ্ঠান করার অনুমতি পেল। এই অনুমতিদানের আবেদন জানিয়ে বামপন্থী সাংস্কৃতিক সংগঠনগুলো কিছুদিন আগেই প্রশাসনে ডেপুটেশন দিয়েছিল। তাই আজকের দিনটিকে সংস্কৃতি মুখর করে তুলতে পশ্চিমবঙ্গের বামপন্থী সাংস্কৃতিক সংগঠনগুলো ‛আর এক নতুন আরম্ভের জন্য’ অনুষ্ঠান আয়োজনের ডাক দিয়েছিল রাজ্যজুড়ে।সেই অনুসারে হুগলি চুঁচুড়া শহরের সাংস্কৃতিক সংগঠনগুলো যেমন ভারতীয় গণনাট্য সংঘ অনির্বাণ শাখা, ভারতীয় গণনাট্য সংঘ প্রতিধ্বনি শাখা, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ব্যান্ডেল- চুঁচুড়া শাখা, পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোক শিল্পী সংঘ প্রভৃতি মিলিত হয়ে আজ আখনবাজারে সংস্কৃতিক কর্মসূচির আয়োজন করে। গান, কবিতা ,কবিতা আবৃত্তি, পথনাটক, সমবেত নৃত্য ইত্যাদির মধ্যে দিয়ে অনেক মানুষের উপস্থিতিতে সফলভাবে সাংস্কৃতিক কর্মসূচি সম্পন্ন হয়। সংগঠন গুলির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য অডিটোরিয়াম গুলি ভাড়া দেওয়া ইত্যাদি বিষয়গুলো চালুরও দাবি ও জানানো হয়।
সোমনাথ ঘোষ:- শ্রীরামপুর:–চন্ডীতলা শিয়াখালা বাজার সংলগ্ন মাঝিপাড়া, ধাড়াপাড়া ও ঘড়াপাড়ায় জনসংযোগ ও গণ অর্থ সংগ্রহের কর্মসূচীতে আমরা। কর্মসূচিতে ছিলেন কমরেড সোমনাথ ঘোষ কমরেড তপন ব্যানার্জি কমরেড লোকনাথ ঘোষ, কমরেড শুভদীপ রায় ও অন্যান্য নেতৃত্ব।
সায়ঙ্ক মন্ডল:— রিষড়া:– রিষড়া এসএফআই এর লড়াই এর জয় —-এসএফআই রিষড়া কমিটির পক্ষ থেকে রিষড়া স্বাতন্ত্র্য হিন্দী বিদ্যালয়ে তে এডমিশনের এমাউন্ট বৃদ্ধির বিরূদ্ধে ডেপুটেশন দেয়া হয় স্কুল এর প্রধান শিক্ষক কে এবং গেটে বিক্ষোভ কর্মসুচী গ্রহন করা হয় ।স্কুল ম্যানেজমেন্ট এড়মিসন এমাউন্ট কম করে দেয়ার সিদ্ধান্ত করে সন্মত অভিভাবক দের মেসেজ পাঠায়।
শুভ্রনীল রায় :– চুঁচুড়া:–অস্বাভাবিক দ্রব্য মুল্যবৃদ্ধিসহ দেশব্যাপী জীবন জীবিকার উপর আক্রমণ এর প্রতিবাদে চুঁচুড়ার খড়ুয়াবাজার এলাকায় পথসভা অনুষ্ঠিত হলো।।