চিন্তন নিউজ:৯ই সেপ্টেম্বর:- চুঁচুড়া থেকে সায়ঙ্ক মন্ডল জানিয়েছেন যে- সারা ভারত নির্মান কর্মী সংগঠনের চঁচূড়া আঞ্চলিক প্রস্তুতি কমিটির ১নং শাখা উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হলো। পথ সভা মূল বক্তা ছিলেন বিপ্লব রায়।
সুপর্না রায় :- সব জায়গার সাথে শ্রীরামপুরেও অটো- টোটোর দাপটে বাস মালিকরা বাস মিনিবাস চলাচল স্বাভাবিক করতে পারছেন না। মড়ার উপর খাঁড়ার ঘা এর মতো আরও এক সমস্যার সন্মুখীন হুগলি জেলার পরিবহন সংস্থা। রাস্তা সারানোতে অনাবশ্যক বিলম্ব।সড়ক সংস্কারের জন্য শ্রীরামপুরের অধিকাংশ রাস্তায় বাস চলাচল বন্ধ রাখতে হয়েছে। শ্রীরামপুরের ন’গাঁ মোড় হয়ে ৩১ নং রুটের বাস জাঙ্গীপাড়া যায়। একমাস এর মধ্যে নতুন তৈরি করা হয় রাস্তাটি। এরমধ্যে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।। গাড়ী তো নাই মানুষ পর্যন্ত যাতায়াত করতে পারছে না। বাসমালিকদের দাবি প্রশাসন তাদের বলেছিলেন যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা ঠিক করা হবে। কার্যক্ষেত্রে তা হয়নি।

সুপর্না রায় আরও জানিয়েছেন যে, হুগলি জেলার ভদ্রেশ্বর এলাকায় অপরিকল্পিত ভাবে চাষের জমিতে গড়ে উঠেছে ছোট কারখানা থেকে বহুতল।এর ফলে ওই চাষের জমিতে একটু বৃষ্টি পড়লেই জল জমে যায়। নিকাশি ব্যবস্থার করুণ অবস্থা। ফলে জমা জল বেরোতে পারে না।। এর ফলে বিপদে পড়েছে চাষীরা। জমা জলে আনাজের ক্ষতি হচ্ছে। ফলন্ত আনাজ নষ্ট হচ্ছে জমিতেই। একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা বহুদিন আগে থেকেই চাষের জমির ধারের রাস্তা কিনে রেখেছে। এখন সেখানে নানারকম নির্মাণ কাজ শুরু করেছে। এতে মাটির চরিত্র বদলে যাচ্ছে। ফলে চাষ জমির ক্ষতি হচ্ছে। ফসল ও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সায়ঙ্ক মন্ডল কোন্নগর থেকে জানিয়েছেন যে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) হুগলী জেলা কমিটির ডাকে গন অর্থ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে । কোন্নগরে এরিয়া কমিটির উদ্যোগে দু’ বেলা চলছে এই গন অর্থ কর্মসূচি। সূত্র মারফৎ জানা গেছে দু’বেলা করেই চলবে কোন্নগরে এই গন অর্থ কর্মসূচি।

সায়ঙ্ক মন্ডল সিঙ্গুর থেকে জানিয়েছেন যে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) হুগলী জেলা কমিটির আহ্বানে শুরু হয়েছে বাড়ি বাড়ি জনসংযোগ গন অর্থ সংগ্রহ কর্মসূচি। এদিন সিঙ্গুর উত্তর এরিয়া কমিটির ও মগরা দিগসুই সপ্তগ্রাম এরিয়া কমিটির উদ্যোগে আজ গন অর্থ কর্ম সূচি পালিত হলো।

ভদ্রেশ্বর, চন্দননগর, সিঙ্গুর এ-র অসংগঠিত শ্রমিকদের জন্য তাদের দাবী গুলো নিয়ে ডি এল সি অফিসে ডেপুটেশন।
