সোমনাথ ঘোষ:- চিন্তন নিউজ৭ই সেপ্টেম্বর,২০২০:- ৬ -২০ সেপ্টেম্বর পার্টির জনসংযোগ কর্মসূচীতে হুগলীর চন্ডীতলা ১ এরিয়া কমিটির শিয়াখালা, আঁইয়া, মশাটের বিভিন্ন বুথে বাড়ি বাড়ি প্রচার করবেন সিপিআই(এম) । মানুষ রুটি রুজি জীবন জীবিকা ও রেগা, রেশন কার্ড, আমফান নিয়ে নানা ক্ষোভ প্রকাশ করেন। এই প্রচার কর্মসূচিতে ছিলেন কমরেড স্বপন বটব্যাল কমরেড রঘুনাথ ঘোষ কমরেড আশীষ চ্যাটার্জী ও কমরেড সোমনাথ ঘোষ ও অন্যান্য ।

সুপর্না রায় হুগলি জেলা থেকে জানিয়েছেন যে চুঁচুড়ার কনকশালী এলাকায় এক রিক্সাচালক এর স্ত্রী মারা গেলেন গাছের শুকনো ডাল চাপা পড়ে।। আমফানে তাদের বাড়ীর সীমানায় থাকা একটি কদমগাছ হেলে গিয়েছিল। হুগলি- চুঁচুড়া পুরসভায় বারবার জানিয়েছেন ওই রিক্সাচালক ও এলাকাবাসী। পুরসভা এতদিনেও ওই কদমগাছের হেলে পড়া ডালটি ভাঙার জন্য আসেনি । আর ওই ডালটি চাপা পড়ে মৃত্যু হল বিশ্বনাথ দাস এর স্ত্রী বিজলী দাস এর।

পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার সঙ্গে চুঁচুড়া শহর প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা থেকে বিরত হয় নি। করোনা কালে প্রায় পুরো শহর এর রাস্তাঘাট ঢেকেছে প্লাস্টিক ব্যাগ ,ক্যারিব্যাগে। পুরসভার কোন উদ্যোগ চোখে পড়েনি এই আবর্জনা পরিষ্কার করা নিয়ে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে সবাই মানছেন এলাকার মানুষদের দূর্ভোগ এর অবস্থার কথা। প্লাস্টিক ব্যাগ যাতে ব্যবহার না করা হয় তাই নিয়ে আইন আছে।। পুরকতৃপক্ষের দায়িত্ব সেই আইন কার্যকর করার। কিন্তু তেমন কোন উদ্যোগ চোখে পড়েনি। মিষ্টির দোকান থেকে দোকান বাজার সর্বত্র প্লাস্টিকের রমরমা। এই প্লাস্টিক নালা নর্দমা ভরে গেছে আর তার জন্য নিকাশি ব্যবস্থাও বেহাল হয়ে পড়েছে। নিকাশি ব্যবস্থা খারাপ তাই বর্ষার জল সরছে না রাস্তা থেকে। এদিকে প্রায় অধিকাংশ রাস্তাঘাট সংস্কার করা হয় না বলে পিচ উঠে ছোট-বড় গর্তে ভরা। সবমিলিয়ে চুঁচুড়া বাসীদের চরম দুর্ভোগ।অবিলম্বে প্রহসন উদ্যোগ গ্রহণ না করলে আরও বৃষ্টি হলে এলাকাবাসীর দূর্ভোগ বাড়ার সাথে সাথে রোগবালাই তো বাড়বেই আর তার সাথে বাড়বে দূর্ঘটনা।।

হুগলি জেলার গোঘাট -১ এলাকার স্কুল গুলোতে মিড-ডে মিলের সাবান আলু ইত্যাদি কেনার দায়িত্ব ব্লক প্রশাসন এর।। আর এর জেরে তৈরি হয়েছে বিতর্ক।। ঠিকাদারদের অভিযোগ দরপত্র না ডেকেই এই কাজ করছে আর একদল ঠিকাদার রা। প্রতিবাদে এলাকায় গনসাক্ষর গ্রহন করা শুরু হয়েছে।
