চিন্তন নিউজঃ- ১৫ ই অগাষ্টঃ—–নবনীতা মন্ডলঃ– ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে তুলতে ভারতের কমিউনিস্ট পার্টি মাক্সবাদী ব্যান্ডেল কোদালিয়া এরিয়া কমিটি চুচুঁড়া স্টেশন রোডে স্বাস্হ্যশিবিরের আয়োজন করলো। করোনা পরিস্হিতিতে গরীব খেটে খাওয়া মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়া এবং তাদের ঔষধ দেওয়া শিবিরের প্রধান উদ্যেশ্য বলে উল্লেখ করেন পলাশ দত্ত। এছাড়া সরকারকে বিনামূল্যে নির্দিষ্ট সময়ের মধ্যে সার্বজনীন টিকাকরণ করতে জোড়ালো দাবী তোলেন উদ্যোক্তারা। রবিবার এই শিবিরে ৮০ জন রোগী চিকিৎসকের পরামর্শ নেন এবং বিনামূল্যে সুগার পরীক্ষার সুবিধা গ্রহণ করেন। স্বাধীনতা দিবসে এরকম সেবামূলক পরিষেবা প্রদানে উপস্হিত জনেরা বেশ পরিতৃপ্ত।
সোমনাথ ঘোষঃ-চন্ডীতলায় সি.পি.আই.(এম) শিয়াখালা’র ৪টি শাখার যুক্ত উদ্যোগে আজ ১৫ই আগষ্ট’২০২১ রবিবার সকালে “বিমল স্মৃতি”র(শিয়াখালা এ.সি.) সামনে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে দেশের সংবিধানে বর্ণিত গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সার্বভৌমত্ব রক্ষার শপথবাক্য পাঠ করা হয়।

জয়দেব ঘোষঃ-নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলার পাণ্ডুয়াতে সমিতির উদ্যোগে স্বাধীনতা দিবস পালন।উপস্থিত জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের যুগ্ম আহ্বায়ক জয়দেব ঘোষ,সৌমি ভট্টাচার্য, করণ মুর্মু সহ সার্কেল নেতৃত্ব। আজচন্দননগর মধ্য-পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে ফটকগোড়ায় পার্টির এরিয়া কমিটি কার্যালয়ের সামনে ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন। কর্মসূচিতে উপস্থিতদের সামনে আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকার কথাও তুলে ধরা হয়। সিপিআই(এম) শ্রীরামপুর পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে শ্রীরামপুর স্টেশন সংলগ্ন অঞ্চলে জাতীয় পতাকা উওোলন, শপথ বাক্য পাঠ ও সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে ৭৫-তম স্বাধীনতা দিবস পালন করা হয়।

পান্ডুয়া এরিয়া কমিটির পক্ষ থেকে পার্টির এরিয়া কমিটি কার্যালয়ের সামনে ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন

আজপঃবঃবিজ্ঞান মঞ্চ ব্যাণ্ডেল মগড়া বিজ্ঞান কেন্দ্রে আজ 15ই আগষ্ঠের সকাল 6টায় ব্যাণ্ডেলে পতাকা উত্তোলন ও স্বাধীনতা দিবস উদযাপিত হয়।

সুপর্না রায়ঃ-সদ্য মাতৃহারা সিপিআই(এম) ডানলপ বাঁশবেড়িয়া চন্দ্রহাটি এরিয়া কমিটির অন্যতম সদস্য কমরেড তরুন চ্যাটার্জী। মাতৃহারা যন্ত্রনা বুকে আছে কিন্তু আসু কাজ দেশের ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র রক্ষা তাই বাড়িতে থাকার প্রয়োজনীয়তা কমরেডের কাছে নগণ্য।