জেলা

হুগলি জেলার সংবাদঃ-


চিন্তন নিউজঃ- ১১ই সেপ্টেম্বর: গুরুদাস ব্যানার্জীঃ- অত্যন্ত বেদনার সাথে জানাতে হচ্ছে সি পি আই এম হুগলী জেলা সম্পাদকমন্ডলীর সদস্য এবং জেলা সি টু সম্পাদক কমরেড অসিত মুখার্জি না ফেরার দেশে চলে গেলেন ১০ই সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায়। তিনি কলকাতা মেডিকেল কলেজে প্রয়াত হন। কোভিডজনিত কারণে তাঁর দেহ পাওয়া যাবে না। আজ হুগলি জেলার সর্বত্র পার্টি পতাকা অর্ধনমিত থাকবে এবং সমস্ত কর্মসূচি স্থগিত থাকবে।

জয়দেব ঘোষঃ-ত্রিপুরায় পার্টি অফিসে বি জে পি র হামলার প্রতিবাদে পোলবায় মিছিল।

ত্রিপুরায় সিপিআইএমের একাধিক পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া, সিপিআইএম রাজ্য দপ্তরে হামলা ও আগুন লাগানো হয়, সংবাদমাধ্যম অফিসে হামলা সহ ,বামপন্থী কর্মীদের ওপর বিজেপির তান্ডবের প্রতিবাদে ১০ই সেপ্টেম্বর পান্ডুয়া এরিয়া কমিটির প্রতিবাদ মিছিলের কিছু মুহুর্তের।

১০ই সেপ্টেম্বর সারা ভারত গণতান্ত্রিক যুব ফেডারেশন বৈঁচী ইউনিট -১ এ বৈঁচীগ্রাম ও চৌবেড়া যুব ইউনিটের প্রথম সম্মেলন হলো। তাছাড়া ত্রিপুরায় বামপন্থীদের উপর আক্রমন এর প্রতিবাদে ভদ্রেশ্বর এ প্রতিবাদ মিছিল।
ত্রিপুরায় বিজেপির বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে ডানলপ বাঁশবেড়িয়া চন্দ্রহাটি এরিয়া কমিটির বিক্ষোভ সভা বৃষ্টি উপেক্ষা করে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।