– চিন্তন নিউজঃ-চৈতালি নন্দী– চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবছর ও হলো একাধিক বুকস্টলের উদ্বোধন।ভারতের ছাত্র ফেডারেশন চন্দননগর ১ আঞ্চলিক কমিটির উদ্যোগে চন্দননগর পালপাড়া রোডে প্রগতিশীল পুস্তক প্রচার ও বিক্রয় কেন্দ্র হয়। উদ্বোধন করেন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন এসএফআই হুগলি জেলার সম্পাদিকা নবনীতা চক্রবর্তী।
জয়দেব ঘোষঃ- এস এফ আই চন্দননগর ২ আঞ্চলিক কমিটির বুক স্টলের উদ্বোধন করেন SFI হুগলী জেলা কমিটির সভাপতি কমঃ অর্ণব দাস। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদিকা কমঃ নবনীতা চক্রবর্তী সহ অন্যান্যরা।
আজ থেকে শুরু হলো ডি ওয়াই এফ আই চুঁচুড়া অঞ্চলিকের পক্ষ থেকে মার্ক্সীয় সাহিত্য বিপণী কেন্দ্র। চুঁচুড়া তালডাঙ্গা মোড়, বিকেল ৫:৩০ থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে এই বুকস্টল। বৈঁচি এরিয়া কমিটির মার্কসীয় সাহিত্য সম্ভার। বৈঞ্চি জিটি রোড বাসস্ট্যান্ডের পাশে সাহিত্য সম্ভার চালু থাকছে দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত।
গণতান্ত্রিক আন্দোলন ও কৃষক আন্দোলন এর অন্যতম নেতা প্রয়াত কমরেড গৌরমোহন আদকের স্মরণ সভা অনুষ্ঠিত হলো মুক্তারপুর দেশবন্ধু হিমঘরের প্রাঙ্গণে। তাঁর স্মৃতিচারণা করে বক্তব্য রাখেন সি পি আই (এম) হুগলী জেলা কমিটির সম্পাদক কমরেড দেবব্রত ঘোষ, পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড স্নেহাশিস রায়, বামফ্রন্টের পক্ষ থেকে কমরেড চণ্ডী গাঙ্গুলী, গণতান্ত্রিক আন্দোলনের নেতা ডঃ তরুণ মন্ডল এবং তাঁর জ্যেষ্ঠ পুত্র কমরেড অসিতবরণ আদক। এই সভায় সভাপতিত্ব করেন ডঃ তরুণ মন্ডল।
সি পি আই এম কোন্নগর এরিয়া কমিটির উদ্যোগে শহীদ কমরেড তারকেশ্বর গুহর ৫২তম শহীদ দিবস পালিত হয় কোন্নগরে নবগ্রাম বিব্লকে কমরেড তারকেশ্বর গুহর শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে। শহীদ বেদীতে মাল্যদানের পর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বক্তব্য রাখেন সি পি আই এম হুগলী জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়, ছাত্র নেতা কমরেড অর্নব দাস,যুব নেতা কমরেড জয়দীপ মুখার্জি। সভায় সভাপতিত্ব করেন এরিয়া কমিটির সম্পাদক কমরেড অভিজিৎ চক্রবর্তী। আজকের দিনটা কোন্নগরের ছাত্র আন্দোলনে প্রত্যেক বছর নতুন করে শপথ নেওয়ার দিন।আজ ৭০ এর দশকের উত্তাল ছাত্র আন্দোলনের অমর শহীদ ছাত্র নেতা কমরেড তারকেশ্বর গুহর শহীদ দিবস। আজকের দিনটা কেমন অদ্ভুত একটা শিহরণ কাজ করে, ভোরের আলো ফোটার আগেই ঘুম ভেঙ্গে যায়।আর ঘুম ভাঙার পরেই পুরোনো অভ্যাস মতো প্রথম ফোন কল কমরেড জয় দা মানে জয়দীপ মুখার্জি কে,”জয় দা কোথায়? কলেজ গেটে যেতে হবে তো…।” ফোনের আগেই জয় দা প্রস্তুত। কারণ আমরা দুজনেই জানি ওই দিনটা আমাদের কলেজ গেটে যেতে হবে। সেই তাগিদ থেকেই বেরিয়ে একসাথে হওয়া।আর তার সাথে আজকের বাড়তি পাওয়া, একঝাঁক কালো মাথা।যারা আজও তারকদার স্বপ্নকে বাস্তবের মাটিতে রূপ দিতে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে একসাথে পথচলা। তোদের অনেক আদর, অনেক ভালোবাসা।সকলকে সংগ্রামী অভিনন্দন ও লাল সেলাম।
সমাজ সচেতন হোন চিনে রাখুন এই সব মানুষরূপী অসুর দের রাতের অন্ধকারে মহিলা দের ওপর বাজে ব্যাবহার করে। ত্রিবেণী URC ক্লাব মাঠ এর সামনে এক বোন টিউশন থেকে বাড়ি ফেরার পথে এই ব্যাক্তি তার রাস্তা আটকায় সাথে সাথে আশেপাশের লোকজন জড়ো হয়ে ধরে গণধোলাই দেওয়া হয় পুলিশ এ খবর দেওয়া হয়েছে প্রশাসন এর কাছে এলাকার নিরাপত্তার দৃষ্টি আকর্ষণ করছি।
জয়দেব ঘোষঃ- এস এফ আই চন্দননগর ২ আঞ্চলিক কমিটির বুক স্টলের উদ্বোধন করেন SFI হুগলী জেলা কমিটির সভাপতি কমঃ অর্ণব দাস। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদিকা কমঃ নবনীতা চক্রবর্তী সহ অন্যান্যরা।
আজ থেকে শুরু হলো ডি ওয়াই এফ আই চুঁচুড়া অঞ্চলিকের পক্ষ থেকে মার্ক্সীয় সাহিত্য বিপণী কেন্দ্র। চুঁচুড়া তালডাঙ্গা মোড়, বিকেল ৫:৩০ থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে এই বুকস্টল।
বৈঁচি এরিয়া কমিটির মার্কসীয় সাহিত্য সম্ভার। বৈঞ্চি জিটি রোড বাসস্ট্যান্ডের পাশে সাহিত্য সম্ভার চালু থাকছে দুপুর দুটো থেকে রাত্রি আটড্ডটা পর্যন্ত।
আসুন বই কিনুন নিজে জানুন,সমৃদ্ধ হন অন্যকে উপহার দিন সমাজ বদল এর স্বার্থে ঐক্যবদ্ধ হোন।
গণতান্ত্রিক আন্দোলন ও কৃষক আন্দোলন এর অন্যতম নেতা কমরেড গৌরমোহন আদকের স্মরণ সভা অনুষ্ঠিত হলো মুক্তারপুর দেশবন্ধু হিমঘরের প্রাঙ্গণে। তাঁর স্মৃতিচারণা করে বক্তব্য রাখেন সি পি আই (এম) হুগলী জেলা কমিটির সম্পাদক কমরেড দেবব্রত ঘোষ, পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড স্নেহাশিস রায়, বামফ্রন্টের পক্ষ থেকেত্য কমরেড চণ্ডী গাঙ্গুলী, গণতান্ত্রিক আন্দোলনের নেতা ডঃ তরুণ মন্ডল এবং তাঁর জ্যেষ্ঠ পুত্র কমরেড অসিতবরণ আদক। এই সভায় সভাপতিত্ব করেন ডঃ তরুণ মন্ডল।
সি পি আই এম কোন্নগর এরিয়া কমিটির উদ্যোগে শহীদ কমরেড তারকেশ্বর গুহর ৫২তম শহীদ দিবস পালিত হয় কোন্নগরে নবগ্রাম বিব্লকে কমরেড তারকেশ্বর গুহর শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে। শহীদ বেদীতে মাল্যদানের পর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বক্তব্য রাখেন সি পি আই এম হুগলী জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়, ছাত্র নেতা কমরেড অর্নব দাস,যুব নেতা কমরেড জয়দীপ মুখার্জি। সভায় সভাপতিত্ব করেন এরিয়া কমিটির সম্পাদক কমরেড অভিজিৎ চক্রবর্তী। আজকের দিনটা কোন্নগরের ছাত্র আন্দোলনে প্রত্যেক বছর নতুন করে শপথ নেওয়ার দিন।আজ ৭০ এর দশকের উত্তাল ছাত্র আন্দোলনের অমর শহীদ ছাত্র নেতা কমরেড তারকেশ্বর গুহর শহীদ দিবস। আজকের দিনটা কেমন অদ্ভুত একটা শিহরণ কাজ করে, ভোরের আলো ফোটার আগেই ঘুম ভেঙ্গে যায়।আর ঘুম ভাঙার পরেই পুরোনো অভ্যাস মতো প্রথম ফোন কল কমরেড জয় দা মানে জয়দীপ মুখার্জি কে,”জয় দা কোথায়? কলেজ গেটে যেতে হবে তো…।” ফোনের আগেই জয় দা প্রস্তুত। কারণ আমরা দুজনেই জানি ওই দিনটা আমাদের কলেজ গেটে যেতে হবে। সেই তাগিদ থেকেই বেরিয়ে একসাথে হওয়া।আর তার সাথে আজকের বাড়তি পাওয়া, একঝাঁক কালো মাথা।যারা আজও তারকদার স্বপ্নকে বাস্তবের মাটিতে রূপ দিতে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে একসাথে পথচলা। তোদের অনেক আদর, অনেক ভালোবাসা।সকলকে সংগ্রামী অভিনন্দন ও লাল সেলাম।
সমাজ সচেতন হোন চিনে রাখুন এই সব মানুষরূপী অসুর দের রাতের অন্ধকারে মহিলা দের ওপর বাজে ব্যাবহার করে। ত্রিবেণী URC ক্লাব মাঠ এর সামনে এক বোন টিউশন থেকে বাড়ি ফেরার পথে এই ব্যাক্তি তার রাস্তাশ্রশ্র আটকায় সাথে সাথে আশেপাশের লোকজন জড়ো হয়ে ধরে গণধোলাই দেওয়া হয় পুলিশ এ খবর প্রশাসন এর কাছে এলাকার নিরাপত্তার দাবী করা হয়েছে। আ নয়া জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে হুগলি জেলা এস এফ আই এর দীপ্ত মিছিল।