চিন্তন নিউজঃ- দেবারতি বাসুলীঃ-আজ ডিওয়াইএফআই (DYFI )রেডভলেন্টিযার এর উদ্যোগে বৈঞ্চিগ্রাম এ অসুস্থ একজন মানুষের কাছে অক্সিজেন পৌঁছে দিলেন বৈচি লোকাল কমিটির নব নির্বাচিত সম্পাদক অমিত দাস।
করোনা আবহে হুগলি জেলার বিভিন্ন দোকান বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ডানলপ থেকে তালডাঙা রবীন্দ্র নগর বাজার ,ক্যান্টিন বাজার ,কৃষ্ণপুর বাজার ,চুঁচুঁড়া স্টেশন বাজার বন্ধ রয়েছে । এছাড়াও জি টি রোডের দুপাশের ওষুধ এর দোকান ছাড়া অন্যান্য দোকান পাট বন্ধ ।
অপরদিকে পৌরনির্বাচন উপলক্ষে দেওয়াল চুন দেওয়া চলছে আরামবাগ পৌরসভা ১৩ ,১৯ , ৩ ,৪ নং ওয়ার্ডে।