১৮ ই অগাষ্টঃ- চিন্তন নিউজঃ– সোমনাথ ঘোষঃ-চন্ডীতলা ১ ব্লক এলাকায় শিয়াখালা পশ্চিম তাজপুর ঘোষালডাঙায় গ্রাম কৃষক কমিটির সম্মেলন অনুষ্ঠিত হল। রেগা, আবাসন, নিয়ে দলবাজি,চাল, ডাল, সর্ষের তেল, গ্যাসসহ জিনিসপত্রের দাম বৃদ্ধি মানুষ এর জীবনে নাভিশ্বাস উঠেছে। গরীব মানুষকে তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন কৃষক সভার পক্ষে কমরেড সোমনাথ ঘোষ। উপস্থিত ছিলেন কমরেড পুষ্প পাত্র, কমরেড তাপস ঘোষ কমরেড তপন ব্যানার্জী কমরেড তপতী ব্যানার্জ্জীসহ অন্যান্য নেতৃত্ব ।
জয়দেব ঘোষঃ-আরামবাগ মহকুমায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে আজ পাণ্ডুয়া এরিয়া কমিটির উদ্যোগে পাণ্ডুয়া বাজার সংলগ্ন অঞ্চলে গণ অর্থ সংগ্রহ অভিযান।উপস্থিত এরিয়া কমিটির সম্পাদক ও প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন,বিজয় রায়,কল্যাণ ব্যানার্জী,আমানুল হক, মেহবুব আলম,জোৎস্না মাল,শিবু ঘোষ,জয়দেব ঘোষ,সৌম্য মুখার্জি প্রমুখ। আজ ১৮/০৮/২১তারিখে তারকেশ্বরের মোহনবাটীতে অনুষ্ঠিত প্রাথমিক স্তরের ছাত্র ছাত্রীদের বিকল্প পাঠ দানের কর্মসূচীতে ক্লাস নিচ্ছেন শিক্ষক ধনঞ্জয় বাগ।