জেলা

আজকের হুগলি জেলার সংবাদ:-


১৭ ই জুলাই- চিন্তন নিউজ:- গোপাল চাকী:– আজ সকালে বিশিষ্ট চিকিৎসক ও লেখিকা ডাঃ অর্চনা ভট্টাচার্য্য একটি পাল্স অক্সিমিটার সহ বেশ কিছুটা হ্যান্ড স্যানিটাইজার, ডিসইনফেক্টর, N95 মাস্ক ও নগদ ১০০০/- তুলে দেন বইমেলার যুগ্মসম্পাদক বিজয় মূখার্জীর হাতে ৷ আজ বিকেলে বিশিষ্ট লেখক , প্রাক্তন শিক্ষক প্রনব কুমার হালদার নগদ ১০০০/-দিয়ে সাহায্য করেন ৷ গ্রহন করেন বইমেলা সংগঠক সমীর মজুমদার ৷ উভয়েরই এই অকৃত্রিম সহযোগীতার জন্য ব ই মেলার সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।। আজ প্রাক্তন শিক্ষক শ্রী প্রনব কুমার হালদার আজ তার পেনশন থেকে ১৫০০/- হুগলী রেড ভলেন্টিয়ার্স দের সাহায্য করেন ৷ সাহায্যটি গ্রহন করেন, সি টিআইএম হুগলী এরিয়া কমিটির সদস্য কমরেড রামপ্রসাদ মন্ডল ৷ এছাড়াও উনি আজ হুগলী-চুঁচুড়া বইমেলাকেও কোভিড মোকাবিলার জন্য ১০০০/-সাহায্য করেন বইমেলা সংগঠক সমীর মজুমদারের হাতে ৷

জয়দেব ঘোষ:-সিপিআইএম পার্টির প্রাক্তন জোনাল কমিটি সদস্য ও প্রাক্তন পঞ্চায়েত সমিতি সভাপতি কমরেড আব্দুস সামাদ প্রয়াত হয়েছেন,সকাল ৯.৪৫ এ পাণ্ডুয়া পার্টি অফিস থেকে ওনার পাণ্ডুয়া বাড়িতে গিয়ে মাল্য দান শ্রদ্ধাজ্ঞাপন করেন ওখানকার কমরেডগন।

নবনীতা মন্ডল:- শুক্রবার হুগলি- চুঁচুড়া র ফরওয়ার্ড ব্লক নেতা গরীব মানুষের ডাক্তার কমরেড প্রনব ঘোষ পেট্রল- ডিজেল এর মুল্যবৃদ্ধি নিয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করেন । এই প্রতিবাদ সভাকে ঘিরে কটাক্ষ করেন হুগলি জেলার সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ডাঃ প্রনব ঘোষ জানান উনি যেহেতু নাটক করা সাংসদ তাই গরীব মানুষের দুঃখ কষ্ট বোঝেন না এবং সব ব্যাপারে নাটক করা দেখেন।

গতকাল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, ব্যান্ডেল ও মগরা কেন্দ্রের ব্যবস্থাপনায় অরণ্য সপ্তাহ পালন ও চারাগাছ বিতরন অনুষ্ঠান |


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।