চিন্তন নিউজ: সন্দীপ সিনহা:- মগরা:–৪ঠা অক্টোবর’২০:– পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের চন্ডীতলা বিজ্ঞান কেন্দ্রের অন্তর্গত বেগমপুর সাইন্স সোসাইটির উদ্যোগে ডানকুনি রায়পাড়া সংলগ্ন বস্তি এলাকায় জনতার বাজার ১ অনুষ্ঠিত হল.. সোসাইটির সদস্য বিশ্বজিৎ দত্তর জন্মদিন পালন উপলক্ষে এই আয়োজন.. এলাকার ৭৫ জন ছোটো ছোটো ছেলে মেয়েদের হাতে নিম্নলিখিত সামগ্রী তুলে দেওয়া হল….একটি করে নতুন জামা, একটি করে খাতা, একটি করে পেন,একটি করে পেন্সিল, একটি করে রাবার, ২টি করে বই, একটি করে খাতা, একটি করে মাস্ক, একটি করে ৩০ এম এল স্যানিটাইজার, একটি করে কেক। অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় চন্ডীতলা বিজ্ঞানকেন্দ্র।
নিজস্ব প্রতিবেদন : হাতরাসে দলিত মহিলা ধর্ষণ এবং খুনের প্রতিবাদে বিক্ষোভ ডিওয়াইএফআই এসএফআই মহিলা সমিতির ডানলপ বাঁশবেড়িয়া চন্দ্রহাটি লোকাল কমিটির পক্ষ থেকে।
সোমনাথ ঘোষ:- শ্রীরামপুর:–আজ সকালে উত্তর গঙ্গাধরপুরে বাড়ি বাড়ি জনসংযোগ ও গণ অর্থ সংগ্রহের কর্মসূচী চলছে ।
এই কর্মসূচিতে ৭৮বছরের প্রবীন কমরেড রাসবিহারী চক্রবর্তী শারিরীক অসুস্থতা উপেক্ষা করেও অংশ নিলেন।
এছাড়াও কমরেড সোমনাথ ঘোষ, কমরেড সুব্রত দাস কমরেড দৌলত মল্লিক ছিলেন।
সোমনাথ ঘোষ:- শ্রীরামপুর:–আজ বিকেলে শিয়াখালা পশ্চিম তাজপুর পাল পাড়ায় জন সংযোগ ও গন অর্থ সংগ্রহ হলো। দুই সরকারের বিরুদ্ধে মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করলেন।আমফানে লুট ও রেল বিক্রি নিয়ে মানুষ বলছে এতো সমুদ্র চুরি হচ্ছে। লাল ঝান্ডা ফিরে আসা দরকার। কর্মসূচিতে ছিলেন কমরেড সোমনাথ ঘোষ, কমরেড পুষ্প পাত্র, কমরেড তপতী ব্যানার্জি কমরেড তাপস ঘোষ ও অন্যান্যরা।