অমিত দে :- চিন্তন নিউজ:-২১শে সেপ্টেম্বর:- শ্রীরামপুর:—করোনা মহামারীর প্রকোপে কাজ হারিয়ে আজ নিঃস্ব নির্মাণ কর্মীরা। প্রতি মাসের ন্যায় গতকাল সন্ধ্যায় নির্মান কর্মী ইউনিয়ন এর শ্রীরামপুর মাহেশ বঙ্গলক্ষী– বোসপাড়া ইউনিটের উদ্যোগে সিপিআইএম শ্রীরামপুর পূর্ব -১২ নং শাখার উদ্যোগে বঙ্গলক্ষী পার্টি অফিস থেকে ৫০ জন কাজ হারানো মানুষের পরিবারের হাতে চাল,ডাল,আটা,ডিম, সয়াবিন ইত্যাদি তুলে দেওয়া হলো।
সায়ঙ্ক মন্ডল:— শ্রীরামপুর:—– ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) হুগলী জেলা কমিটির আহব্বানে শ্রীরামপুর পশ্চিম এরিয়া কমিটির অন্তর্গত ৮ নং শাখাতে বাড়ি বাড়ি জনসংযোগ ও অর্থ সংগ্রহ কর্ম সূচি পালিত হলো। এদিন উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) শ্রীরামপুর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক তথা হুগলী জেলা কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী ও শাখা সদস্য বৃন্দ।
শেওড়াফুলি:–ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন শেওড়াফুলি আঞ্চলিক কমিটির ডাকে সকলের জন্য শিক্ষা ও কাজের দাবিতে রাজ্য ও কেন্দ্র জনবিরোধী নীতির বিরুদ্ধে সাইকেল মিছিল ও সভা অনুষ্ঠিত হলো। ।
চুঁচুড়া:- ভারতের ছাত্র ফেডারেশন চুঁচুড়া আঞ্চলিক কমিটির অন্তর্গত ২ নং শাখার উদ্যোগে চুঁচুড়ার রথতলায় ১০০ জন ছাত্র ছাত্রীদের শ্যামল চক্রবর্তী স্টুডেন্ট কীট বিতরণ করা হয় এবং ৫০ জন ছাত্র ছাত্রীদের অর্ণব বসু স্মারক প্রদান করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট অধ্যাপিকা ডালিয়া হোসেন , বিশিষ্ট আইনজীবী অরিন্দম ভট্টাচার্য এবং অন্যান্য ছাত্র ও গনতান্ত্রিক আন্দোলনের নেতা কর্মীরা।
উত্তর পাড়া:—-সায়ঙ্ক মন্ডল ভারতের ছাত্র ফেডারেশন উত্তরপাড়া আঞ্চলিক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এদিন সভাতে উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ঋজুরেখ দাশগুপ্ত এবং ভারতের ছাত্র ফেডারেশন হুগলি জেলা কমিটির সম্পাদক অমৃতেন্দু দাস…
নীলাঞ্জন অধিকারী:- শ্রীরামপুর:-সিপিআইএম হুগলি জেলা কমিটির আহ্বানে শ্রীরামপুর পশ্চিম এরিয়া কমিটির ৮ নং শাখায় গন অর্থসংগ্রহ ও জনসংযোগ এর কাজ চলছে।।।
সুপর্না রায় :– ত্রিবেনী:-আজ গ্যাঞ্জেস জুটমিলে অবস্থান বিক্ষোভে বলছেন সিটু সমন্বয় কমিটির সভাপতি কম: সুব্রত দাসগুপ্ত।