জেলা

হুগলি বার্তাঃ–


চিন্তন নিউজঃ-জয়দেব ঘোষঃ– মনোসাতলা
এরিয়া কমিটির অন্তর্গত ৭ নং শাখার বর্তমান পার্টি সদস্য, বাঁশবেরিয়া লোকাল কমিটির প্রাক্তন সম্পাদক ও বাঁশবেরিয়া পৌরসভার প্রাক্তন উপ পৌর প্রধান কম: রঞ্জিত ভট্টাচার্য আজ সকাল ৮.৩০ মিনিটে মগরা মানবিক নার্সিং হোমে প্রয়াত হয়েছেন। তার স্মৃতির প্রতি এরিয়া কমিটির তরফে শ্রদ্ধা এবং পরিবারের প্রতি সমবেদনা জানান হচ্ছে।প্রয়াত প্রাক্তন লোকাল কমিটির সম্পাদক এবং প্রাক্তন উপ-পৌরপ্রধান কমরেড রঞ্জিত ভট্টাচাৰ্যকে মনোসাতলা এরিয়া অফিসে শ্রদ্ধা নিবেদন পার্টি কমরেড দের।প্রয়াত কমরেড রঞ্জিত ভট্টাচার্যের মরণোত্তর চক্ষুদান বাড়ির অনুমতিতে সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বাঁশবেড়িয়া বিজ্ঞান মঞ্চের উদ্যোগে এই কর্মসূচি সম্পন্ন হয়েছে।

সোমনাথ ঘোষঃ-বামপন্থী গণসংগঠনগুলোর উদ্যোগে চন্ডীতলা ১ নং ব্লক এলাকার আঁইয়া গ্রাম পঞ্চায়েতে আজ ১০০ দিনের কাজ ও বকেয়া মজুরি সহ ১৬ দফা দাবিতে ঘেরাও কর্মসূচি হলো।এই কর্মসূচিতে বক্তব্য রাখেন কম স্বপন বটব্যাল, কম সোমনাথ ঘোষ, কম আজিম আলি ও কম ভক্তরাম পান ।

দীপন মুখার্জীঃ-গণ আন্দেলনের নেতা এবং DYFI এর প্রাক্তন রাজ্য সম্পাদক কমরেড আভাস রায়চৌধুরী সহ অন্যান্য ছাত্র নেতাদের মুক্তির দাবীতে আজকে হুগলির পিপুলপাতি মোড়ে অনুষ্ঠিত হয়।”কানের সাথে মাথা ধরো, চোরেদের জেলে ভরো ” |


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।