জেলা

হুগলি বার্তাঃ–


চিন্তন নিউজঃ-৩১/০৮/২০২২– শান্তনু বোসঃ-কথা রাখলেন সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী। চুঁচুড়ার বিধায়ক হুমকি দিয়ে ফতোয়া জারি করেছিলেন, পিসি ভাইপোকে চোর বললে উপযুক্ত ব্যবস্থা নেবেন। তার উত্তরে সুজন চক্রবর্তী বলেছিলেন, হুগলী চুঁচুড়া শহরে গিয়েই এর জবাব দেবেন। জবাব দিলেন তিনি। চুঁচুড়া শহরের প্রানকেন্দ্র ঘড়ির মোড়ে দাঁড়িয়ে পিসি ভাইপোকে চোর বলেন। একবার নয়, পাঁচবার।
ঐতিহাসিক সমাবেশ, জনপ্লাবনের মিছিল। গঙ্গাতীরের জোড়া শহর হুগলী চুঁচুড়া শেষ কবে এমন লাল ঝান্ডার মিছিল দেখেছে, মনে করা মুশকিল। সিপিআইএমের গণসংগঠন গুলির ডাকে আজ চুঁচুড়া ঘড়ির মোড়ে এক জনসভার কর্মসূচি নেওয়া হয়। সভা শুরুর আগে শহরের মূল প্রবেশ পথ খাদিনা মোড় থেকে মিছিল করা হয়। প্রকৃতির প্রতিকূলতা এই মিছিল এবং সমাবেশকে দমিয়ে রাখতে পারেনি। রাজ্যের শাসকদলের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে “চোর ধরো জেল ভরো” স্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে শহরের বুক চিরে যেটা এগিয়ে চলেছিল, সেটাকে মিছিল বললে অনেকটাই অপূর্ণ থেকে যাবে। বলা চলে লাল ঝান্ডা কাঁধে সাধারণ মানুষের জনস্রোত। শহরের প্রানকেন্দ্র ঘড়ির মোড়ের সভাস্থলে যখন মিছিল পৌঁছায়, তখন সেখানে তিল ধারনের জায়গা নেই। মিছিলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে চলেছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য ডঃ সুজন চক্রবর্তী, হুগলী জেলার সম্পাদক দেবব্রত ঘোষ, পার্টি তথা সিআইটিইউ নেতা মলয় সরকার প্রমুখ নেতৃত্ব। ডাঃ সুজন চক্রবর্তী, ছাড়াও সভায় বক্তব্য রাখেন ছাত্র নেত্রী নবনীতা চক্রবর্তী, যুব নেতা শুভঙ্কর দাস, মহিলা নেত্রী দীপ্তি চ্যাটার্জী। হুগলী চুঁচুড়া শহরের এই সমাবেশ গোটা শহর জুড়ে যে নতুন উদ্দীপনা তৈরি করলো সেই উদ্দীপনাই আগামী দিনে শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে দুর্নীতির বিরুদ্ধে বিশাল জনমত গঠন করবে। এই স্বতস্ফুর্ততার মিছিল সেই জনমত গঠনেরই পূর্বাভাস।

ঝুমা শীলঃ-৩১ শে অগাষ্ট খাদ্য আন্দোলনের শহীদ দের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেওড়াফুলি নবগ্রাম এক নম্বর শাখায় শহীদ দিবস পালিত হয়।

দেবারতি বাসুলীঃ-সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির হুগলি জেলার কমিটির ২৬তম সম্মেলন উপলক্ষে বৈদ‍্যবাটি আঞ্চলিক কমিটির উদ্যোগে পোস্টারিং চলছে। লড়াই আর লড়াই। ৩১%ডি এ র নৈতিক দাবী নিয়ে এ লড়াই। মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধির দাবিতে এ লড়াই।যোগ‍্য ব‍্যক্তিকে যোগ্য পদে নিয়োগের দাবিতে এ লড়াই।ঘুষ নিয়ে নয়,যোগ‍্যতাকে মানদন্ড দিয়ে শিক্ষক পদে নিয়োগের দাবিতে এ লড়াই।ছাত্রছাত্রীদের পোশাক কেলেঙ্কারির প্রতিবাদে এ লড়াই চলছে চলবে।পাশাপাশি দাবি আদায়ে কর্মস্থলে ব‍্যাজ পড়ে প্রতিবাদ দিবস পালন।ও চুঁচুড়াতে বিক্ষোভ সমাবেশ।রাস্তাই রাস্তা দেখাবে। এবিপিটিএ এবং এবিটিএ র উদ্যোগে আজ মশাট বাজারে দাবি দিবস পালন করা হলো ,


একইসঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতি ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো।
সভায় বক্তব্য রাখেন এবিটিএ র পক্ষে শ্রীকান্ত পাড়ুই, সঞ্জয় ঘোষ, এবিপিটিএ র পক্ষে হিমাদ্রি প্রসাদ আদক এবং চণ্ডীতলা জোনাল কমিটির সম্পাদক আশিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন চণ্ডীতলা উত্তর চক্রের সম্পাদক সেখ ওয়াশিম আলি, কোষাধ্যক্ষ বৈদ্যনাথ সাঁতরা ও অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য।

সুপর্না রায়ঃ-সিপিআই(এম) হুগলী এরিয়া কমিটির ৮ এবং ৯ নং শাখা তথা হুগলী চুঁচুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডে যথাযথ মর্যাদার সাথে পালিত হল ঐতিহাসিক খাদ্য আন্দোলনের শহীদ দিবস।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।