চিন্তন নিউজঃ- ২৩/০২/২০২২– জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়ঃ-কোতরং-হিন্দমোটর এরিয়া কমিটির উদ্যোগে ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় কোন্নগর জোড়াপুকুর এলাকায় আগামী পৌরসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থীদের সমর্থনে একটি জনসভা অনুষ্ঠিত হয়েছে। এই জনসভায় উত্তরপাড়া-কোতরঙ এবং কোন্নগর পৌরসভায় বামফ্রন্টের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুজন চক্রবর্তী। এছাড়াও সভায় বক্তব্য রাখেন সি পি আই (এম) হুগলী জেলা কমিটির সদস্য ও কোতরং-হিন্দমোটর এরিয়া কমিটির সম্পাদক কমরেড রজত ব্যানার্জী। সভায় উপস্থিত ছিলেন সি পি আই (এম) হুগলী জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড শ্রুতিনাথ প্রহরাজ এবং পার্টি নেতা কমরেড জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়। সভাপতির দায়িত্ব পালন করেন সি পি আই (এম) কোতরং- হিন্দমোটর এরিয়া কমিটির সদস্য কমরেড পার্থ দাস। সভায় জনসমাগম ছিল উল্লেখযোগ্য। সভায় কোন্নগর পৌরসভার ১৮,১৯,২০ নম্বর ওয়ার্ডের বামফ্রন্টের সি পি আই (এম) পার্থীরা এবং উত্তরপাড়া-কোতরঙ পৌরসভার ১ থেকে ৭ নম্বর এবং ২৪ নম্বর ওয়ার্ডের বামফ্রন্টের সি পি আই (এম) প্রার্থী উপস্থিত ছিলেন।
দেবারতি বাসুলীঃ-ছাত্র নেতা কম আনিস খানের হত্যার প্রতিবাদে আজ ২৩.২.২২ তারিখ পুরশুড়া উত্তর এরিয়া কমিটির ডিহিবাতপুর পঞ্চাননতলায় সমস্ত বামপন্থী গণসংগঠনগুলি প্রতিবাদ মিছিল ও পথসভা কর্মসূচী পালন করা হয়। সভাপতিত্ব করেন কম সম্রাট পোড়েল। বক্তব্য রাখেন কম মনোহর পাখিরা, গৌতম মাজি, শ্রীমন্ত কয়াল, মানিক আদক, অর্চনা মনডল, সন্দীপ সামন্ত।
