চিন্তন নিউজ :অভিজিৎ দাসগুপ্তর প্রতিবেদন :-১৭/০১/২০২৫:- ১৬ জানুয়ারি সন্ধ্যায় সিআইটিইউ র পতাকা তলে গিগ ওয়ার্কারদের সংগঠিত করার কাজ চলছে, সংগঠনের লিফলেট বিলি ও আলোচনা হয়। সুলেখা মোড় থেকে গড়িয়া মোড় পর্যন্ত। অল ইন্ডিয়া গিগ ওয়ার্কার্স ইউনিয়ন এর দ:২৪প: জেলা কমিটির পক্ষ থেকে….

অভিজিত ব্যানার্জীর প্রতিবেদন —
জাল স্যালাইনে পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যু এবং স্বাস্থ্য দপ্তরে লাগামছাড়া দুর্নীতি ও রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার প্রতিবাদে সিপিআই(এম) নামখানা এরিয়া কমিটির ডাকে প্রতিবাদ সভা সংগঠিত হয়।

সুশান্ত ঘোষের প্রতিবেদন — জাল ঔষধ ও স্যালাইন চক্রের দুর্নীতির প্রতিবাদে , স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবীতে সি পি আই এম সোনারপুর মধ্য এরিয়া কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদী দৃপ্ত মিছিল ক্ষিরীশতলা মোড় থেকে গোড়খাড়া রিক্সা স্ট্যান্ডে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির সদস্য অমল বৈদিক, সোনারপুর মধ্য এরিয়া কমিটির সম্পাদক উদয়ন সরকার সহ এরিয়া কমিটির নেতৃবৃন্দ।


