জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ: ১৩/০১/২০২৫:- সোমনাথ ঘোষঃ-সংযুক্ত কিষান মোর্চা চন্ডীতলার শিয়াখালায় ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক ও এগ্রিকালচারাল মার্কেটিং এর কপি পুড়িয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বক্তব্য রাখেন সোমনাথ ঘোষ, আশীষ চ্যাটার্জি। সভাপতিত্ব করেন অশোক নিয়োগী । উপস্থিত রঘুনাথ ঘোষ, লক্ষী মালিক, পুষ্প পাত্র সহ অন্যান্যরা।

কামারপুকুর চটীতে,কেন্দ্রের বিজেপি সরকারের কৃষক মারা নীতির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি চলছে। বক্তব্য রাখেন যুব নেতা সমীরণ রায়, কৃষক সমিতির পক্ষে সুজিত রায়,দীপক লাহা। সভাপতিত্ব করেন তিলক ঘোষ।

পুরশড়ার মোড়ে, কেন্দ্রে বিজেপি সরকার কৃষক মারা নীতির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ও অর্ডিন্যান্স পোড়ানো হয়।

সপ্তাহে ৯০ ঘন্টা কাজ করানোর নির্দেশনামার কপি পোড়ানোর কর্মসূচি পালিত হল পুইনান বাসস্ট্যান্ডে। (দাদপুর থানা কৃষকসভা)।

কেন্দ্রের নয়া কৃষি বিল বাতিলের দাবিতে আজ পুরশুড়ার ডিহিবাতপুর পঞ্চাননতলায় নয়া কৃষি বিলের কপি পুড়িয়ে প্রতিবাদ করা হয়। উপস্থিত ছিলেন সন্দীপ সামন্ত ,সুখেন্দু অধিকারী ,হারাধন ভৌমিক, মনিশঙ্কর মাজি ,গৌতম মাজি, দীপঙ্কর মাজি প্রমুখ।

ন‍্যাশানাল পলিশি ফ্রেম ওয়ার্ক ফর এগ্রিকালচার মার্কেটিং এর নামে চরম কৃষক স্বার্থ বিরোধী বিল পোড়ানোর কর্মসূচি চলছে তারকেশ্বর থানা কৃষক সমিতির (হুগলি) উদ‍্যোগে তেঘরি কালিতলা বাসস্ট‍্যাণ্ডে আজ ১৩ই জানুয়ারি ২০২৫ বিকাল বেলায়।

ভাস্কর রায়ঃ-কেন্দ্রীয় সরকারের খসড়া কৃষি আইনের বিরুদ্ধে, গোঘাট থানা কৃষক সমিতির অধীনে পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের শান্তিপুর মোড়ে কৃষক, খেতমজুর ও শ্রমিক সংগঠনের উদ্যোগে খসড়া আইনের কপি পুড়িয়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হলো । উপস্থিত ছিলেন কৃষক সংগঠনের পক্ষে কমরেড বিশ্বজিৎ মন্ডল, কমরেড সিরাজুল হক, কমরেড আতঙ্ক ঘোষ, কমরেড পীযূষ মালিক, খেতমজুর সংগঠনের পক্ষে কমরেড গৌর দাস, কমরেড রিয়াজুল হক, কমরেড মানিক ভান্ডারী। সি আই,টি,ইউ পক্ষে কমরেড দিব্যেন্দু ঘোষ, কমরেড তাপস কারক।

কৃষি ও কৃষক বিরোধী কেন্দ্রের নয়া খসড়া কৃষি বিল বাতিলের দাবিতে বিলের কপি পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়েছে গোঘাটের ১৬ টি অঞ্চলের মধ্যে ১০ টি অঞ্চলের দশটি স্থানে এই কর্মসূচি হয়েছে। কামারপুকুর চটিতে পথসভা হয়েছে। ৯ টি স্থানে স্কোয়াড মিছিল ও শ্লোগান সাউটিং করা হয়েছে। খালি গলায় বিষয়টি বলা হয়েছে।গড় উপস্থিত ছিল ১২৫ জন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।