জেলা

হুগলি জেলার খবরঃ-


চিন্তন নিউজ:- সুব্রত দাশগুপ্তঃ- আজ বি টি পি এস প্রশাসনিক ভবনের সামনে ওয়ার্কমেন্স ইউনিয়ন ব্যান্ডেল বিভাগীয় কমিটি এবং বিদ্যুৎ শিল্প সহায়ক কর্মী ইউনিয়নের যৌথ উদ্যোগে এক গেট সভা অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ শিল্পের বেসরকারিকরণের বিরুদ্ধে, প্রি পেইড স্মার্ট মিটার চালুর বিরুদ্ধে এবং WBPDCL-এ কর্মরত ঠিকা – সহায়ক কর্মীদের অবিলম্বে বেতন চুক্তি সম্পন্ন করার দাবীতে এই গেট সভায় বক্তব্য রাখেন বিদ্যুৎ শ্রমিক আন্দোলনের নেতা সঞ্জীব আচার্য, সি আই টি ইউ জোনাল সমন্বয় কমিটির নেতা সুব্রত দাশগুপ্ত, সহায়ক কর্মী ইউনিয়নের ব্যান্ডেল প্রোজেক্ট কমিটির সম্পাদক শৈলেন বিশ্বাস। সভাপতিত্ব করেন ওয়ার্কমেন্স ইউনিয়নের ব্যান্ডেল বিভাগীয় কমিটির সম্পাদক সুব্রত গাঙ্গুলি।প্রায় ৪০ জন সি আই টি ইউ সদস্য এই গেট সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৩রা জানুয়ারি আই এন টি টি ইউ সি ‘র বাধা দেবার কারনে এই স্থানে সভাটি মাঝপথে বন্ধ হয়ে যায়।ঐ দিন ঘোষণা অনুযায়ী পুনরায় প্রস্তুতি নিয়ে একই স্থানে সভাটি অনুষ্ঠিত হয়েছে। লড়াইয়ের মেজাজে আজকের সভা সুষ্ঠ ভাবেই সম্পন্ন হওয়ার জন্য নেতৃত্বের পক্ষ থেকে সমবেত কর্মী – সমর্থকদের অভিনন্দন জানিয়ে সভা শেষ করা হয়।

রোহন ঘোষঃ-কেন্দ্র ও রাজ্যের জনবিরোধী নীতির প্রতিবাদে চন্দননগর প্রগতিশীল মানুষের উদ্যোগে আজ পথসভা সংগঠিত হয়। সভায় বক্তব্য রাখেন – পিনাকী চক্রবর্তী, মফিজুল ইসলাম, শঙ্কর চক্রবর্তী, ফুল কুন্ডু ও নীলমণি কোনার। সভাপতিত্ব করেন গোপাল দাস।

পার্থ চ্যাটার্জিঃ-ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী মধ্য-পশ্চিম এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের আহবানে আজ চন্দননগর স্টেশন রোডে বি আর আম্বেদকর কে নিয়ে অমিত শাহের যে নোংরা উক্তি তার বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সভাতে সভাপতিত্ব করেন এরিয়া কমিটির সম্পাদক ঐক্যতান দাশগুপ্ত। বক্তব্য রাখেন ফুল কুন্ডু মফিজুল ইসলাম পিনাকী চক্রবর্তী সহ বিভিন্ন বক্তারা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।