জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ: রোহিত রায়:- বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি ভদ্রেশ্বর মানকুন্ডু আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আজ শান্তিনগর পৌর প্রাথমিক বিদ্যালয়ে নৃত্য, আবৃত্তি,অঙ্কন,ও ইত্যাদি বিয়ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পুরষ্কার বিতরণ করা হয়।

আজ রাজ্য সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী হুগলী জেলার বি,এস,পি, এস র উদ্যোগে কোন্ননগর এলাকায় বাঁশাই ও চক্রবর্তী নগরে ২ টি মহিলাদের বিদ্যাসাগর বয়স্ক স্বাক্ষরতা কেন্দ্রের মোট ২৯ জনের মূল্যায়ন অনুষ্ঠিত হোল। সন্ধ্যা ৬ টা থেকে এই মূল্যায়ন পর্বে জেলা নেতা সুদীপ্ত চক্রবর্তী,প্রাক্তন সংগঠক ও গণআন্দোলনের নেতা আশিষ দে, এলাকার পঞ্চায়েত সদস্য ও গণসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই কাজে উৎসাহিত করেন ও মূল্যায়নে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান।

রোহন ঘোষঃ- আসছে ২৭ তম সি পি আই এম রাজ্য সন্মেলন আর তার ই কারণে হুগলি জেলার বিভিন্ন জায়গায় চলছে রাজ্য সন্মেলনের প্রচার ও গন অর্থ সংগ্রহ । হুগলি জেলার চন্ডীতলার বনমালীপুর এলাকায় হয় গন অর্থ সংগ্রহ ও সন্মেলনের প্রচার ।এখানে
উপস্থিত আছেন দেবব্রত ঘোষ, ভক্তরাম পান, সঞ্জয় ঘোষ, রঘুনাথ ঘোষ, আশীষ চ্যাটার্জি, সোমনাথ ঘোষ সহ অন্যান্যরা ।
আরামবাগের হাট বসন্তপুর ,কামার পুকুর ,গোঘাট অঞ্চলের বিভিন্ন এলাকায় ,ধনিয়াখালি ,উত্তরপাড়া- মাখলা , কুমারগঞ্জ এলাকায় রাজ্য সম্মেলনের জন্য কোতাইপাববতীপুর বাজারে কালেকশন হল। উপস্থিত ছিলেন দীপক লাহা কবিতা পাল কাঞ্চন দত্ত প্রদীপ পোড়েল আনন্দ পাল শীকানত ঘোষ লাল বাবু মল্লিক ও অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন ।

সি পি আই (এম ) এর রাজ্য সম্মেলনকে সফল করতে জেলা সংস্কৃতি শাখার অর্থসংগ্রহের সূচনা হলো আজ শ্রীরামপুর স্টেশন বাজারে সন্মেলনের প্রচার সংগঠিত হয় এছাড়াও হুগলি জেলার প্রানকেন্দ্র চুঁচুঁড়া তে বিভিন্ন এলাকায় অর্থ সংগ্রহ ও প্রচারের কাজ হয় । উপস্থিত ছিলেন মনোদীপ ঘোষ সহ অন্যান্য প্রগতিশীল মানুষ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।