চিন্তন নিউজ: অঞ্জনা রায়ঃ- ব্যান্ডেল এর ” আরোহী নাট্য সংস্থা” দেখতে দেখতে সাঁইত্রিশ বছরে পদার্পণ করলো । এই নাট্য সংস্থা র প্রতিষ্ঠাতা বিখ্যাত নাট্য পরিচালক শ্রী রঞ্জন রায় । প্রতি বছর এই সংস্থার আরোহী উৎসব হয়ে থাকে । এবছরও ৪ থেকে ৮ ডিসেম্বর আরোহী উৎসব হয়ে গেলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে, তাতে নাট্যকার রঞ্জন রায় এর লেখা ও পরিচালনা
‘কাল নিরবধি’, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর অবলম্বনে, ‘অমল ও ওরা’ নাট্যরূপ ও প্রয়োগ রঞ্জন রায় আর রজত ঘোষের লেখা ও রঞ্জন রায় এর পরিচালনা শিউলি এই তিনটি ছিলো আরোহীর নিজস্ব প্রযোজনা, এছাড়াও ছিলো দেবাশীষ রায় পরিচালিত নাটক
কল্পনার অতীত, কাব্যকলা মনন এর ভূতো, বহরমপুর রঙ্গাশ্রম প্রযোজনা অন্তঋণ,চাকদহ নাট্যজন এর ভয় ইত্যাদি সব বিখ্যাত নাটকের সমারোহ ছিলো পাঁচদিন ব্যাপী আরোহী উৎসবে, দর্শক সংখ্যাও ছিলো চোখে পড়ার মতো, টিকিট কেটে হুগলী চুঁচুড়ার নাট্যমোদী মানুষের ঢল নেমেছিলো এই পাঁচদিন।
রোহন ঘোষঃ-আজ আন্তর্জাতিক সংখ্যালঘু দিবসে হুগলি জেলার পুড়শুড়া এলাকায় একটি সংক্ষিপ্ত সভা করা হয় । এই সভায় সভাপতিত্ব করেন অর্চনা মন্ডল। কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন এরিয়া কমিটির সম্পাদক অদ্বৈত সামন্ত। এবং সংখ্যালঘুদের অধিকার সম্পর্কে বলেন ফারুক আহমেদ লস্কর সংক্ষিপ্ত সভা হওয়ার পর মিছিল সংঘঠিত করা হয় । এই মিছিলে পার্টি মেম্বার সহ সমার্থক কর্মীরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবসে চন্দননগরে সিপিআই(এম)-এর উদ্যোগে মিছিল সংগঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন পিনাকী চক্রবর্তী।
দীপালী মন্ডলঃ-ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) হুগলী জেলা ২৫ তম সম্মেলন উপলক্ষে সিঙ্গুর অবনী ময়দানে মহিলা ফুটবল টুর্নামেন্ট এবং ফুটবল ম্যাচ শেষে অভয়ার ন্যায় বিচারের দাবিতে মশাল মিছিল।পার্টির জেলা সম্মেলন কে সামনে রেখে মহিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় সিঙ্গুর ক্লাব মাঠে তিলোত্তমার ন্যায় বিচারের দাবি রাখা হয়। ওখান থেকে সিঙ্গুর পার্টি অফিস পর্যন্ত মশাল মিছিল হয় ও পথসভার মধ্য দিয়ে শেষ হয়, বক্তব্য রাখেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর ও দক্ষিণ আঞ্চলিক কমিটির সেক্রেটারি কমরেড সুষমা ভৌমিক, দিপালী মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব।
আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে সি পি আই (এম) উত্তরপাড়া – মাখলা এলাকার বামপন্থী শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয় । পথসভায় বক্তব্য রাখেন সমরেশ চ্যাটার্জী , শ্রুতিনাথ প্রহরাজ , আজিম আলি ও অরুণাভ গাঙ্গুলী । সভাপতিত্ব করেন আভাস গোস্বামী ।
সুপর্ণা রায়- গর্বের শহর চুঁচুড়া । চিরকাল পরিষ্কার পরিচ্ছন্নতা র দিক থেকে এগিয়ে ছিল । কিন্তু বর্তমান পুরসভার উদাসীনতা তে ভাগাড়ে পরিণত হয়েছে । রাস্তায় রাস্তায় ময়লার স্তূপ । মানুষের চলাচল করা দায় হয়ে দাঁড়িয়েছে । শহর চুঁচুড়া র মানুষ চাইছেন এর একটা স্থায়ী সমাধান হোক ।
পার্থ চ্যাটার্জীঃ- ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী চন্দননগরে
আজকের সংখ্যালঘু অধিকার দিবসে চন্দননগর রথ তলার মোড় থেকে একটি মিছিল শহর পরিক্রমা করে এবং পরবর্তীকালে সেটি বিদ্যালঙ্কার মোড়ে এসে সমাপ্ত হয়। গোটা দেশজুড়ে এবং বিশেষ করে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের অত্যাচার এবং নিধন চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই আজকের এই মিছিল চন্দননগরের বিভিন্ন স্থান পরিক্রমা করে। বিদ্যালঙ্কার মোড়ে বক্তব্য পেশ করেন জেলা কমিটির সম্পাদক কমরেড পিনাকি চক্রবর্তী।