জেলা

হুগলি জেলার খবরঃ-


চিন্তন নিউজ:-পার্থ চ্যাটার্জীঃ- আজ চন্দননগর নিচু পট্টি পার্টি অফিসের সামনে থেকে আরজি করের বিচারের নামে সিবিআই এর যে প্রহসন ও তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয় এই মিছিল উর্দি বাজার হয়ে কুটির মাঠ হয়ে জিটি রোড হয়ে চন্দননগর লক্ষীগঞ্জ রথ তলাতে এসে শেষ হয় এবং
পিনাকী চক্রবর্তী সামগ্রিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন।

রোহন ঘোষঃ-হুগলি জেলার চাঁপদানী তে আর জি কর ধর্ষণ ও খুনের অভিযুক্তদের জামিনে ছেড়ে দেওয়ার প্রতিবাদে এবং প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল মুখার্জী গলি থেকে পলতাঘাট পর্যন্ত।মিছিলের শেষে বক্তব্য রাখেন সুখন মুখার্জী ও রাজিন্দর সাউ।

ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )
মগরা দিগসুই সপ্তগ্রাম এরিয়া কমিটি

কলকাতা আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারকীয় বর্বরচিত ধর্ষণ ও হত্যার প্রায় ৪ মাস অতিক্রান্ত, কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা সিবিআই তদন্ত করছে,৯০ দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা না দেওয়ার ফলে অপরাধীরা জামিনে ছাড়া পেয়ে যাচ্ছে।কেন্দ্র ও রাজ্য সরকারের বোঝাপড়ার ফলে ।মোদী ও দিদির সেটিং ও তিলোত্তমা যাতে ন্যায়বিচার পায় এই দাবীতে মগরা শহীদ স্মৃতি ভবন থেকে মিছিল শুরু হয়ে মগরা কাঁটাপুকুর মোড় হয়ে জিটি রোড ধরে আবার শহীদ স্মৃতি ভবনে শেষ হয় । এছাড়াও বিভিন্ন মোড়ে সভা হয় ,সভা গুলিতে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য বাবলু ঘোষ ,পরমজ্যোতি ব্যানার্জী , তারা বিবি, সি আই টি ইউ নেতা স্বপন দে,কৃষক নেতা প্রলয় মূখ্যার্জী । অন্যান্য সদস্য একাধিক শাখা সম্পাদক সহ বহু সাধারণ মানুষ এই কর্মসুচিতে অংশগ্রহন করেন।

“অপদার্থ সিবিআই নিপাত যাক,মোদী-মমতার সেটিংয়ের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হওয়ার আহ্বান জানিয়ে ও তিলোত্তমা’র বিচারের দাবীতে আজ সন্ধ্যায় CPI(M) ডানকুনি এরিয়া কমিটির আহ্বানে CPI(M) ডানকুনির”স্নেহেন্দু বিকাশ দাস স্মৃতি ভবন” থেকে কালিপুর মোড় পর্যন্ত মিছিল সংগঠিত হয়।

চুঁচুড়া তেও বামপন্থী শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দের দ্বারা সংগঠিত মিছিল, ৩ নং গেট থেকে ঘড়িরমোড়। মিছিল শেষে সংক্ষিপ্ত সভা হয়।

আর জি কর কান্ডে তৃণমূল বিজেপির সেটিং এর বিরুদ্ধে আজ পাণ্ডুয়া তেলিপাড়া থেকে হসপিটাল রোড-মেলাতলা-বেনেপাড়া- কালনা মোড় হয়ে হাটতলা কুলটি রোড হয়ে তেলিপাড়া পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়।

আর জি করে তরুনী চিকিৎসক ও ছাত্রীকে ধর্ষন ও খুনের ঘটনার ন্যায় বিচারের দাবিতে আজ পুরশুড়ার ডিহিবাতপুর পঞ্চাননতলায় মিছিল সংগঠিত হয়।

দেবারতি বাসুলীঃ-নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ৯০ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কমিটি এবং জেলা কমিটির নির্দেশে পান্ডুয়া চক্রের উদ্যোগে আজ সংস্কৃতিক প্রতিযোগিতা হয়ে গেল পান্ডুয়া চক্রের নিবেদিতা শিশু নিকেতনে। শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা হয়ে উঠেছিল প্রাণচঞ্চল। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ সম্পাদক জয়দেব ঘোষ। পান্ডুয়া চক্র সভাপতি দেবারতি বাসুলী, চক্র সম্পাদক শান্তনু ব্যানার্জি, কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় দাস, প্রাক্তন কোষাধ্যক্ষ দেবজ্যোতি কুন্ডু,চক্র পরিষদ নেতৃত্ব সেন্টু মল্লিক, নন্দন দাস,অজিত মালো,শুভঙ্কর ঘোষ,প্রাক্তন চক্র সভাপতি আব্দুর রহিম সহ আমাদের সম্মানীয় বিচারকমণ্ডলীর উপস্থিতিতে এবং তাঁদের সক্রিয় সহযোগিতায় আজকের সাংস্কৃতিক প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হলো। আমরা পান্ডুয়া চক্রের পক্ষ থেকে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের এই মাসের মধ্যেই পুরস্কৃত করা হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।