চিন্তন নিউজ:রোহিত রায়ঃ-রোহিত রায়:- আর জি কর হাসপাতালে তিলোত্তমার খুন ও ধর্ষণে সন্দিপ ঘোষ সহ অভিযুক্তদের জামিন দেওয়ার বিরুদ্ধে ও রাজ্য কেন্দ্র সেটিং এর বিরুদ্ধে। আজ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) মানকুন্ডু তেলিনীপাড়া ও ভদ্রেশ্বর বিঘাটি এলাকার বামপন্থী শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দের যৌথ উদ্যোগে বাবুবাজার মোড় থেকে ভদ্রেশ্বর গঞ্জ বাজার পর্যন্ত মিছিল সংগঠিত করা হয়।
রোহন ঘোষঃ-ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে, বাংলাদেশ সহ সব দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে ও আর জি কর ইস্যুতে সাম্প্রতিকতম জামিনের বিরুদ্ধে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কোতরং-হিন্দমোটর এলাকার বিভিন্ন শাখায় স্কোয়াড মিছিল সংঘটিত হয়।
সুদীপ্ত সরকারঃ-আর জি কর ইস্যুতে সাম্প্রতিকতম জামিনের পরিপ্রেক্ষিতে ‘ মমতা – মোদী সেটিং ‘ আওয়াজ তুলে ধরে আজ ১৪ই ডিসেম্বর শনিবার বিকাল ৫টায় জাঙ্গীপাড়ার অমল সিংহরায় ভবন থেকে
বিক্ষোভ মিছিল শুরু করে বিবেক কোল্ড স্টোর মোড়, বাস স্ট্যান্ড, বাজার, পোস্ট অফিস ঘুরে জাঙ্গীপাড়া থানার সামনে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন সুদীপ্ত সরকার।