চিন্তন নিউজ: রোহন ঘোষঃ-২৬ তারিখ চুঁচুড়া সমাবেশ সফল করতে মগরা দিগসুই সপ্তগ্রাম এরিয়া সমন্বয় কমিটি সিআইটিইউ এর পক্ষ থেকে সপ্তগ্রাম মিঠাপুকুর মোড়ে প্রচারসভায় বক্তব্য রাখেন জেলা সিআইটিইউ এর সম্পাদক মন্ডলীর সদস্য গুরুদাস ব্যানার্জি , সৈকত শোঁ, ক্ষেতমজুর সংগঠনের নেতা আহমেদ আলী। সভাপতিত্ব করেন তরুণ ঘোষ।উপস্থিত ছিলেন নির্মাণ সংগঠনের নেতা হাবিবুর রহমান ও প্রেমচাঁদ রায়।এছাড়াও উপস্থিত ছিলেন নির্মাণ শ্রমজীবী মহিলা নেত্রী তারা বিবি। সভায় ছিলেন বন্ধ কেশরাম স্পান কারখানার শ্রমিকরা সহ এলাকার অসংগঠিত শ্রমিকরা।
পার্থ চ্যাটার্জিঃ-১৩ দফা দাবিতে আজকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি হুগলী জেলা কমিটির আহ্বানে ৪ ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হলো চূঁচুড়া আখনবাজার এ। বিভিন্ন বক্তা আজকের সভায় বক্তব্য রাখেন। পেনশনার সহ বহু কর্মচারী আজকের এই সমাবেশ উপস্থিত ছিলেন।
সোমনাথ ঘোষঃ-সংযুক্ত কিষান মোর্চা ও শ্রমিক সংগঠনের ডাকে চুঁচুড়ায় সমাবেশে বক্তব্য রাখেন কম অমিয় পাত্র, কম ভক্তরাম পান, কম তীর্থঙ্কর রায় সহ অন্যান্য নেতৃত্ব গণসংগঠনগুলোর নেতৃত্ব।
সমাবেশ থেকে কৃষক শ্রমিক ও খেতমজুর সমস্যা নিয়ে ডি এমের কাছে প্রতিনিধিত্বমুলক ডেপুটেশন দেওয়া হয় ।