জেলা

হুগলি জেলার খবরঃ-


চিন্তন নিউজ:-পার্থ চ্যাটার্জিঃ-জগদ্ধাত্রী উৎসব উপলক্ষে আজ শেষ দিনে চন্দননগর পালা পাড়া বুকস্টলে প্রচুরসংখ্যক মানুষের ভিড় হয়েছিল। প্রায় ৫০হাজার টাকার অধিক মূল্যের বই বিক্রি হয়েছে। পাশপাশি আই টি কর্মীদের পরিচালিত স্টলে বহু মানুষ সমবেত হয়েছিলেন। সেখানেও বই অনান্য দ্রব্য তাঁরা সংগ্ৰহ করে।

রোহন ঘোষঃ-ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) তারকেশ্বর ২ নং এরিয়া কমিটির ৩য় সম্মেলন আজ ১০/১১/২৪ তারিখ সীতারাম ইয়েচুরি ও বুদ্ধদেব ভট্টাচার্য নগরে (চাঁপাডাঙ্গা) অনুষ্ঠিত হোল।

ভারতের কমিউনি্ষ্ট পাটি ( মার্কসবাদী )
মগরা দিগসুই সপ্তগ্রাম এরিয়া কমিটির মগরা ৪নং শাখার প্রাক্তন সম্পাদক ও প্রাক্তন পার্টি সদস্য প্রকাশ ঘোষ ৮১ বছর বয়সে আজ ১০/১১/২০২৪ আনুমানিক দুপুর ১ টা নাগাদ মগরা ২নং গ্রাম পঞ্চায়েতের কালিতলার গাজোঘন্টা গ্রামে নিজের বাসভবনে বার্ধক্য জনিত কারণে প্রয়াত হন। তিনি রেখে গেলেন স্ত্রী এক পুত্র, পুত্র বধু এক ভ্রাতা নাতি কে।তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে, পাটি নেতৃত্ব তার বাসবভনে উপস্থিত হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জাঙ্গীপাড়া এরিয়া কমিটির অন্তর্গত ফুরফুরা অঞ্চলের হোসেনপুর গ্রামে কিশোর বাহিনীর কুচকাওয়াজ, বসে আঁকো প্রতিযোগিতা ও প্রভাত ফেরী অনুষ্ঠিত হল।

আসন্ন জেলা সম্মেলন উপলক্ষে সিঙ্গুর উত্তর এরিয়া কমিটির বিভিন্ন শাখায় প্রচার ও গণ স ই ও অর্থ সংগ্রহ।

বেড়াবেড়ীতে সি পি আই এম ২৫ তম হুগলি জেলা সম্মেলন উপলক্ষে অর্থ সংগ্রহ চলছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।