চিন্তন নিউজ:– রোহন ঘোষঃ-সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হুগলি জেলা কমিটির পক্ষ থেকে আজ ৬/১১/২৪ তারিখ তারকেশ্বরের কেশব চক গ্রাম পঞ্চায়েতে নছিপুর এলাকায় বন্যার্ত মানুষের সাহায্যার্থে কিছু বস্ত্রএবং খাদ্য সামগ্রী বিতরণ করা হলো. প্রসঙ্গত এই এলাকা সম্পূর্ণ বন্যায় প্লাবিত হয়েছিল । উপস্থিত ছিলেন জেলা সম্পাদিকা শিবানী দাশগুপ্ত সহ দীপ্তি চ্যাটার্জী, অর্চনা মন্ডল, ইরা ব্যানার্জি, তপতী ঠাকুর সহ জেলা নেতৃত্ব এবং মোহনবাটি এলাকা মহিলা কর্মীরা । উল্লেখ্য উপস্থিত ছিলেন কেশবচক পঞ্চায়েতের প্রধান শ্রীমতি তপতী কুন্ডু এবং পঞ্চায়েত সমিতির সদস্য রাখী রায়।
পাণ্ডুয়া এরিয়া কমিটি এলাকায় বিভিন্ন জায়গায় সম্মেলন উপলক্ষে দেওয়াল লিখন।
সি.পি আই (এম) চন্ডীতলা 1 এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন সফল করার জন্য মুকুন্দপুরে প্রচার ও অর্থ সংগ্রহ করছেন স্বেচ্ছাসেবক গন।
পার্থ চ্যাটার্জিঃ- প্রতিবছরের মতো এবারেও জগদ্ধাত্রী পূজা উপলক্ষ্যে চন্দননগরে একাধিক প্রগতিশীল মার্কসীয় বুক স্টলের উদ্বোধন করা হয়েছে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী চন্দননগর মধ্য পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে জগদ্ধাত্রী উৎসব উপলক্ষে মার্কসীয় এবং প্রগতিশীল পুস্তক বিক্রয় কেন্দ্রের আজ উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক দেবব্রত ঘোষ এবং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য শ্রুতিনাথ প্রহরাজ। অসংখ্য পার্টি কর্মীও শুভানুধ্যায়ী আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একই ভাবে লিচুতলায় বুক স্টলের উদ্বোধন করেন কমরেড পিনাকী চক্রবর্তী।
ভাস্কর রায়ঃ-আজ গোঘাট এক নম্বর এরিয়া কমিটির অধীনে আমোদপুর – কাঁটালি শাখার উদ্যোগে ” উইটিকরী” গ্রামে পার্টি কর্মী বাপ্পা ঘোষের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে,গত ১৩ ই অক্টোবর ‘২৪ রাত সাড়ে বারোটায় মাত্র ৩৭ বছর বয়সে অকৃতদার বাপ্পা ঘোষের অকাল মৃত্যু হয় লিভার জনিত সমস্যায়।পরের দিন ১৪ ই অক্টোবর ‘২৪ দুপুরে বাপ্পার মায়ের মৃত্যু হয় ক্যানসার রোগে।আজ ঠিক বিকাল সাড়ে তিনটায় বাপ্পা ও বাপ্পার মায়ের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে এক শোকসন্তপ্ত পরিবেশে স্মরণসভার কাজ শুরু হয়। পার্টি নেতৃত্ব ও কর্মীগণ এবং বাপ্পার বাবা তপন ঘোষ, বোন, ভগ্নিপতি,ভাগ্না,জেঠু,কাকা, দাদা,ও ভাই , পাড়ার মানুষজন বাপ্পার ও তার মায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন। সভায় সভাপতিত্ব করেন স্বপন মন্ডল। শোক প্রস্তাব উত্থাপন করেন নবকুমার পাত্র। স্মৃতিচারণা করে বক্তব্য রাখেন ভাস্কর রায়,অভয় ঘোষ, সত্যসাধন ঘোষ, সুজিত রায়, সমীরণ রায়, বাসুদেব কুশারী। গ্রামের মানুষজনের উপস্থিতি, বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।আন্তর্জাতিক সংগীতের মাধ্যমে স্মরণসভার কাজ শেষ হয়।