জেলা

হুগলি জেলার খবরঃ-


চিন্তন নিউজ:০৪/১১/২০২৪:-রোহন ঘোষঃ- হুগলি জেলার দিকে দিকে জ্বলে উঠেছে দ্রোহের আলো । জ্বলে উঠেছে দ্রোহের আলো । সুপ্রিম কোর্টের রায়ের প্রাক্কালে তারকেশ্বর থানার মোহনবাটী গ্রামের মহিলারা জ্বেলেছে প্রতিবাদের আগুন । যতক্ষণ না তিলোত্তমার সুবিচার হয় ততক্ষণ জ্বলবে এই আগুন ।

এছাড়াও চন্ডীতলা-১ এ আঁইয়া আদিবাসী পাড়া ,ঘড়ির মোর, চুঁচুড়ায়,পুড়শুড়া দক্ষিণ এরিয়া কমিটির জঙ্গলপাড়া ও পুরশুড়া ব্রাঞ্চে,আজ সন্ধ্যায় ত্রিবেণী তে উঠলো জ্বলে দ্রোহের আগুন ।

সিঙ্গুর থানার KGD গ্রাম পঞ্চায়েতের গোপালনগর মধ্যপাড়ায় গোপালনগর রিক্রিয়েশন ক্লাবের সামনে জাতীয় পতাকা নিয়ে আজ ভ্রাতৃদ্বিতীয়ার দিন আর জি কর সহ সারা রাজ্যে নারী নির্যাতনের বিচার চেয়ে মোমবাতি প্রজ্বলন করা হয়।

মগরার নিকট দিকসুই গ্রাম পঞ্চায়েতের ফতেপুর দুলে পাড়াতে গতকাল
একটি দশম শ্রেণী ছাত্রীর ওপর শারীরিক নির্যাতনের ঘটনা( ধর্ষণ) ঘটে। আজ গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে নির্যাতিতার বাড়িতে যাওয়া হয়। ছিলেন শিবানী দাস গুপ্ত, অর্চনা মন্ডল, ইরা ব্যানার্জি, সুচন্দ্রা দত্ত ,মধুছন্দা ঘোষ ,তৃষ্ণা বিশ্বাস প্রমুখ। সবরকম আইনগত ও অন্য সাহায্যের প্রতিশ্রুতি দেয়া হয়।
পরিবার এর পক্ষ থেকে মহিলা নেতৃত্বকে যথেষ্ট ভালোভাবে গ্রহণ করা হয়।এই নারকীয় বর্বরিচিত ঘটনার প্রতিবাদে আজ মগরা থানায় ডেপুটেশন দেওয়া হয়।মগরা শহীদ স্মৃতি ভবন থেকে মিছিল করা হয় মগরা থানা পর্যন্ত। মগরা থানার আধিকারিকের কাছে পার্টির পক্ষে ডেপুটেশন দিতে যান জেলা কমিটির সদস্য কমরেড বাবলু ঘোষ কমরেড সৈকত শোঁ কমরেড শিবানী দাশগুপ্ত (জেলা মহিলা সমিতির সম্পাদিকা )এরিয়া কমিটির স্যদসা কমরেড তারা বিবি দিগ ৩ নং শাখার সম্পাদক কমরেড সঞ্জয় প্রসাদ । বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন কমরেড প্রলয মুখার্জি কমরেড মানষ ঘোষাল ,কমরেড শিবানী দাশগুপ্ত এবং কমরেড বাবলু ঘোষ। এই বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন কমরেড গুরুপদ ঘোষ। এই ডেপুটেশন কর্মসুচি তে স্বতঃস্ফূর্ত জমায়েত ছিল চোখে পড়ার মতো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।