চিন্তন নিউজ:০৩/১১/২০২৪:– রোহন ঘোষঃ-২রা নভেম্বর ঘটে গেল আরো এক নারকীয় ধর্ষণ কাণ্ডের ঘটনা। ঘটনাটি ঘটেছে মগরার তেলান্ডু সংলগ্ন এলাকায়।এলাকাবাসীর অভিযোগ প্রতিবেশী ওই অভিযুক্ত যুবক কোন না কোন কুকর্মের সাথে যুক্ত থাকেই,এই দিন দুপুরে সকলে পুজোর কাজে ব্যস্ত থাকায় ১৬ বছরের নাবালিকা মেয়েটি বাড়িতে একা ছিল।সেই সুযোগে প্রতিবেশী যুবকটি বাড়িতে আসে এবং নাবালিকা মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ।প্রথমদিকে এলাকাবাসীর মুখ না খুললেও পরবর্তীতে মগরা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।ঘটনা জানার পর এলাকার বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি সকলের মত তিনিও অভিযুক্ত কঠোর শাস্তির কথা বললেও এলাকাবাসীর অভিযোগ উনি যদি এতদিন এলাকার পরিবেশের উপর নজর রাখতেন তাহলে হয়তো এমন ঘটনা দেখতে হত না। এলাকার সুষ্ঠু ও সুশৃংখল পরিবেশ তৈরি করার দিকে প্রশাসনের কোন নজর নেই তাই একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে।
ভাস্কর রায়ঃ-ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) । গোঘাট ২ নম্বর এরিয়া কমিটি তৃতীয় সম্মেলন , হুগলি জেলা কমিটি ২৫ তম সম্মেলন ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ২৭ তম সম্মেলন কে সফল করতে পশ্চিমপাড়া অঞ্চলে মোট ১০ টি দেয়াল লিখন হল।
দেবারতি বাসুলীঃ-গতকাল দুপুর ১টা নাগদ দিগসুই হোয়েড়া গ্রাম পঞ্চায়েত এলাকার আড্ডা গ্রামের নাবালিকা নিজের বাড়িতে ধর্ষণের শিকার হয়। অভিযুক্ত দুষ্কৃতীকে পুলিশ গেপ্তার করেছে। ঘটনার খবর পেয়ে পাটি নেতৃত্ব নির্যাতিতা মেয়েটির বাড়িতে যায় তার পরিবারের সকলের সাথে কথা বলেন পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পরে জিটি রোড অবরোধ করা হয় পুলিশ এলে অপরাধী যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার দাবি জাননো হয় , পলিশ আমাদের দাবীর সাথে সহমত পোষণ করলে অবরোধ তুলে নেওয়া হয়।