রাজ্য

হুগলি জেলার খবরঃ-


চিন্তন নিউজ:পার্থ চ্যাটার্জিঃ-পশ্চিমবঙ্গে অপরাধ অবসানের দাবিতে আজ সংযুক্ত নাগরিক কমিটির আহবানে চন্দননগর রথ তলায় এক কনভেনশনের আয়োজন করা হয়েছিল। এই কনভেনশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাননীয় রেবতী মোহন সাহা এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন কার্যকরী সভাপতি শ্রী বিশ্বজিৎ মুখোপাধ্যায়। সবাই মূল প্রস্তাব উত্থাপন করেন অন্যতম যুগ্ম সম্পাদক কমরেড বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় এবং তাকে সমর্থন করে বক্তব্য রাখেন অন্যতম যুগ্ম সম্পাদক শঙ্কর চক্রবর্তী এরপর বিভিন্ন বক্তা এদের সমর্থনে বক্তব্য রাখেন। মূল বক্তব্য রাখেন চিকিৎসক আন্দোলনের অন্যতম বলিষ্ঠ মুখ ডক্টর সুবর্ণ গোস্বামী, সর্বশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন আমাদের চন্দননগরের গর্ব তথা ভারতবর্ষের গর্ব আন্তর্জাতিক পর্বতারোহি পিয়ালী বসাক আজকের এই সমাবেশে সংগীত পরিবেশন করেন ভারতীয় গণনাট্য সংঘের উন্মেষ শাখার সদস্য বৃন্দ।

ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী চন্দননগর উত্তর দক্ষিণ এরিয়া কমিটির সম্মেলন আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে গতকাল চন্দননগর নিচুপতি কালীচরণ ঘোষ স্মৃতিভবন অভ্যর্থনা কমিটি গঠনের জন্য একটি সভা হয়। এই সভায় সভাপতিত্ব করেন কমরেড বিশ্বজিৎ মুখার্জি। এরিয়া কমিটির সম্পাদক কমরেড পিনাকী চক্রবর্তী সামগ্ৰিক বক্তব্য রাখেন সভা থেকে কমরেড কমল ব্যানার্জিকে সভাপতি এবং অভ্রময় বিশ্বাসকে সম্পাদক করে একটি অভ্যর্থনা কমিটি গঠিত হয়। এবং তারপর তিনটি সাব কমিটি গঠিত হয় এই সভাতে বহু পার্টি কর্মী উপস্থিত ছিলেন।

সোমনাথ ঘোষঃ-আমার ঘরের লক্ষীকে বাঁচতে দাও ।সারা ভারত কৃষক সভা ও খেতমজুর ইউনিয়নের উদ্যোগে হুগলীর চন্ডীতলা ১ এলাকার পূর্ব শিয়াখালা জেলেপাড়ার কালীতলায় তরুনী চিকিৎসককে নারকীয় ধর্ষণ ও খুনের বিচারের দাবীতে শাঁখ বাজিয়ে ও মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় ।।বক্তব্য রাখেন রাজ্যনেতৃত্ব সোমনাথ ঘোষ, শিক্ষক নেতা সাগর চন্দ্র নন্দী।উপস্থিত ছিলেন তপন ব্যানার্জী সহ অন্যান্যরা ।

দীপালি মন্ডলঃ-ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী) সিঙ্গুর উত্তর এরিয়া কমিটির ৩ য় সম্মেলন আগামী ১৭ ই নভেম্বর রবিবার অনুষ্ঠিত হবে‌ কমরেড সুহৃদ দত্ত নগর (বৈঁচিপোতা) কমরেড লক্ষন দাস ও কমরেড রঘুনাথ জানা মঞ্চে ( কালিয়াড়া মন্ডলপাড়া)। সম্মেলন সফল করে তোলার জন্য আজ ২০ শে অক্টোবর কালিয়াড়া মন্ডলপাড়ায় অভ্যর্থনা সমিতি গঠনের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রভাত ব্যানার্জী। বক্তব্য রাখেন এরিয়া সম্পাদক শুভাশীষ দাশ ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সৌমিত্র চ্যাটার্জী। কমরেড সমর মালিককে সভাপতি ও কমরেড বাবুলাল দাস মন্ডলকে সম্পাদক করে অভ্যর্থনা সমিতি গঠিত হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।