চিন্তন নিউজ:- শুভদীপ দেঃ-চন্দননগর ২৪ নং ওয়ার্ড ১৯ নং শাখার উদ্যোগে মোড়ানরোডে অভয়েদের বিচারের দাবিতে একটি সাক্ষর সংগ্রহ কর্মসূচি নেওয়া হয়।১০,১১,১২ অক্টোবর এই তিনদিন এলাকার কর্মীদের নিয়ে এই সই কর্মসূচি চলে। স্বতঃস্ফূর্ত ভাবে সাধারণ জনগণ ও এলাকাবাসী এই কর্মসূচিতে সাক্ষর করেন। তিনদিনের এই কর্মসূচিতে প্রায়৬০০ জন সই করেন।
ভাস্কর রায়ঃ-সি পি আই(এম )গোঘাট এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে, গোঘাট শাখার সহযোগিতায় গোঘাট থানা গড়ায় মার্কসীয় প্রগতিশীল সাহিত্য বিক্রয় কেন্দ্রের আজ তৃতীয় ও শেষ দিন।আজ সবুজের সংগঠনের পক্ষ থেকে অসিত মুখার্জি (গোঘাট) বুক স্টলে এসে গাছ লাগানোর গুরুত্ব, বাল্যবিবাহ বন্ধ করা, শিশু নির্যাতন বন্ধ করা, মোবাইল থেকে বাচ্চাদের দৃরে রাখতে –বহুরূপী শিক্ষক গোলাপ সুন্দরী কে নিয়ে প্রচার করেন। উল্লেখ্য আজ দশমীর দিনে গোঘাটে বিখ্যাত রথের মেলা কয়েকঘন্টার জন্য। হাজার হাজার মানুষের সমাগম হয়। এই মেলায় বিখ্যাত বাঁশের শিল্প –ঝড়া,চেঙারি, পেতে,ঘুনী,কুলো,পালি,ধুচুনি, আরও অন্যান্য জিনিসপত্র যা চাষীদের কাজে লাগে।সারা বছরের মালপত্র চাষীরা এই রথের মেলা থেকে তুলে নেয়।আর লোহার জিনিসপত্র,।বিড়িকলাই এর জিলিপি কত কুইন্টাল যে বিক্রি হয় তা হিসেবে করাই মুশকিল। আজ বুক স্টলে ২৩০০ টাকার বই বিক্রি হলো।
আজ পুরশুড়া উত্তর এরিয়া কমিটির কৃষ্ণবাটী শাখা অফিসের সামনে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বিপনন কেন্দ্রের আজ ৩য় দিন।
সুব্রত দাশগুপ্তঃ-ডানলপ বাঁশবেড়িয়া চন্দ্রহাটি এলাকায় ত্রিবেণী কাঠালতলা সনৎ সদনে প্রতিবাদী মঞ্চের তরফে যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে, সেখানে চারজন সৈকত সো, সৈকত ব্যানার্জি, সুব্রত দাশগুপ্ত, অরিন্দম ঘোষ আজ বিকাল চারটা থেকে আগামী ২৪ ঘণ্টার জন্য অনশনে বসেছেন।