চিন্তন নিউজ:-পার্থ চ্যাটার্জিঃ-আজ আর জি কর থেকে জয়নগর সঠিক বিচারের দাবিতে এক বিশাল মিছিল চন্দননগরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্রথমে চন্দননগর লক্ষী গঞ্জ রথ তলায় সমবেত হয়ে এবং সেখান থেকে ট্যাবলো সহকারে এক সুসজ্জিত মিছিল জিটি রোড বাগবাজার বড়বাজার হাটখোলা হয়ে জ্যোতির মোড়ে গিয়ে সমাপ্ত হয়।
দীপালী মন্ডলঃ-ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিঙ্গুর উত্তর এরিয়া কমিটির উদ্যোগে আনন্দনগর পার্টি অফিসের সামনে মার্কসীয় বুক স্টলের উদ্বোধন করলেন এসএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর। উদ্বোধনী বক্তব্য রাখেন দীপ্সিতা ধর, আব্দুল হাই বুক স্টল উদ্বোধনের সভা পরিচালনা করেন দেবাশীস চ্যাটার্জী।
দেবারতি বাসুলীঃ-আজ খানাকুল পূর্বচক্রের নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যদের সম্পূর্ন নিজ উদ্যোগে ১৫০ জন গরীব মানুষের হাতে শুকনো খাবার প্রদান করা হচ্ছে।