রাজ্য

হুগলি জেলার খবরঃ-


চিন্তন নিউজ:শুভদীপ দেঃ- চন্দননগর রেডক্রস সোসাইটি ও সাব ডিভিশনাল লিগাল সার্ভিস কমিটির উদ্যোগে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। মানুষের মৌলিক অধিকার এবং সাধারণ ও কিছু জটিল আইনি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই লিগাল এইড সেল জানায় যে কোনো মহিলা, শিশু, বৃদ্ধ, বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা বিনামূল্যে এই পরিষেবা পাবেন। এছাড়াও যাদের বাৎসরিক আয় এক লক্ষ টাকার নিচে তারাও এই সুবিধা পাবেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর রেড ক্রসের সম্পাদক শ্রী শুভাশিস নন্দী, লিগাল এইড ডিফেন্স কাউন্সিল সার্ভিসের পক্ষে শ্রী মক্তার আলি মন্ডল , শ্রী রবিন অধিকারী, এলাকার পৌর প্রতিনিধি শ্রী অভিজিত সেন প্রমুখ, চন্দননগরের কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং এলাকার সাধারণ মানুষ।

পার্থ চ্যাটার্জিঃ-তিলোত্তমার রক্ত চোখ আঁধার রাতে মশাল হোক। আজ সকাল ৭-৩০টা সংযুক্ত নাগরিক কমিটি চন্দননগরের আহ্বানে বড়বাজার বিধান রায়ের মূর্তির পাদদেশে।প্রায় দুই শতাধিক মানুষ আজকের এই সমাবেশ উপস্থিত ছিলেন।

অজিত কর্মকারঃ-হুগলি জেলার দামোদরের কোলে কেশব চকের নছিপুর গ্রাম, বিগত দিনে অতিবৃষ্টি বন্যায় পুরো গ্রামটি ছিল কোথাও ৮ ফুট কোথাও ১০ ফুট জলের তলায় l গ্রামের ওই অসহায় মানুষগুলোর পাশে ত্রাণ নিয়ে পৌঁছে গেল ব্যান্ডেল রেড ভলেন্টিয়ার্স এর সদস্যরা।

দেবারতি বাসুলীঃ-তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে আর জি করের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ধনিয়াখালীর অভিরামপুর বাসস্ট্যান্ডে মিছিল সংঘটিত করা হয়।ধনিয়াখালি এরিয়া প্রস্তুতি কমিটির পক্ষে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।