রাজ্য

হুগলি জেলার খবরঃ-


চিন্তন নিউজ: পার্থ চ্যাটার্জীঃ-সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে আজ চন্দননগর তালডাঙ্গার মোড়ে যে প্রতিবাদ এবং মানববন্ধন হয় সেই প্রতিবাদ এবং মানববন্ধনে বহু মহিলাসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করে এবং বৃষ্টি বিঘ্নিত এই অবস্থার মধ্যেও প্রতিবাদ প্রতিরোধের যে আওয়াজ ওঠে তাকে সাধারণ মানুষ অভিনন্দন করেছে।

দেবারতি বাসুলীঃ-ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিঙ্গুর দক্ষিন এরিয়া কমিটির বাঁকিপুর শাখার প্রাক্তন পার্টি সদস্য, তৎকালীন সিঙ্গুর লোকাল কমিটির সদস্য,সিঙ্গুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য , এবিফার্মার্স সমবায় সমিতি বোর্ডের প্রাক্তন সদস্য পরাণ দাস প্রয়াত। তিনি ১৯৭২ সালে পার্টি সদস্যপদ অর্জন করেন। দীর্ঘ রোগভোগের পর আজ ১৫ সেপ্টেম্বর ২০২৪ ভোর ৪ টায় চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়াত হন। মৃতুকালে বয়স হয়েছিল ৭৮ বছর।মরদেহ মির্জাপুর গ্রামীণ পার্টি অফিসে আনা হলে পার্টির পতাকা ও মালা দিয়ে শ্রদ্ধা জানান সিঙ্গুর দক্ষিন এরিয়া কমিটির সম্পাদক অভিজিৎ সাঁতরা।বাঁকিপুর ও জগৎনগর শাখার সম্পাদক ও এরিয়া কমিটির সদস্য দিলীপ সাঁতরা,রাজকুমার কোলে।এরিয়া কমিটির সদস্য সুগত কর,অরিত্র চন্দ্র, সুষেন্দ্রনাথ মালিক, উজ্জ্বল খামারু, অশোক কোলে, দীপ্তেশ মুখার্জী, তাঁর পুত্র পার্টি সদস্য প্রবাল দাস সহ দুই শাখার পার্টি সদস্য । মৃত্যু কালে রেখে গেলেন অসংখ্য গুনমুগ্ধ, স্ত্রী, একমাত্র পুত্র,পুত্রবধু, দু বছরের নাতনিকে।

শিবানী দাশগুপ্তঃ-বাঁশবেড়িয়া ডানলপ চন্দ্রহাটি এরিয়া কমিটির ১১ নম্বর শাখার প্রবীণ সদস্যা কৃষ্ণা সরকার আজ দুপুর ২:৩০ মিনিটে নিজের গৃহে প্রয়াত হয়েছেন। বয়স হয়ে ছিল ৭৪ বছর। ১৯৮২ সালে তিনি পার্টির সদস্য পদ লাভ করেন। দীর্ঘদিন মহিলা আন্দোলন ও গণ-আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন প্রয়াত অমল সরকারের সহধর্মিনী। প্রয়াতা কৃষ্ণা সরকারের মরদেহ এ মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন প্রবীণ নেতা কানাই মজুমদার। জেলা কমিটির সদস্য সৈকত শোঁ,শিবানী দাশগুপ্ত,অনির্বাণ সরকার সহ এরিয়া এবং শাখা সদস্যবৃন্দ। তার দুই পুত্র ও এক কন্যা বর্তমান।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।