জেলা

হুগলি জেলার খবরঃ-


চিন্তন নিউজ:পার্থ চ্যাটার্জীঃ-আজ চন্দননগরে ব্যাঙ্ক অফ বরোদার সামনে থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর দুটি এরিয়া কমিটির পক্ষ থেকে পলিটব্যুরোর সদস্য ও প্রাক্তন সাংসদ সীতারাম ইয়েচুরি স্মরণে এক মিছিল সংঘটিত হয় বিভিন্ন রাস্তা ঘুরে এই মিছিল নিচু পটি পার্টি অফিসের সামনে সমাপ্ত হয়।

রোহন ঘোষঃ-ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী ) মগরা দিগসুই সপ্তগ্রাম এরিয়া কমিটি আমাদের পাটির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি গতকাল দিল্লির এইমস হাসপাতালে প্রয়াত হয়েছেন। প্রয়াত নেতা কমরেড সীতারাম ইয়েচুরির স্মারণে শোক মিছিল মগরা শহীদ স্মৃতি ভবন থেকে শুরু হয়ে কাঁটাপুকুর মোড় ঘুরে মগরা শহীদ স্মৃতি ভবন শেষ হয় ।

ভাস্কর রায়ঃ-গোঘাট অঞ্চল কৃষক সমিতি ও খেতমজুর ইউনিয়নের উদ্যোগে , কৃষক ও শিক্ষক আন্দোলনের নেতা প্রয়াত সাগর মুর্মু স্মরণে, গোঘাট পার্টি অফিসে আজ ১৩।৯।২৪ তারিখে এক শোকসভা ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।এই সভায় সভাপতিত্ব করেন নব পাত্র।সাগর মুর্মুর প্রতিকৃতিতে মাল্যদান করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ লক্ষ্মীকান্ত ঘোষ। কৃষক সমিতি ,খেতমজুর ইউনিয়ন, শ্রমিক সংগঠন, মহিলা,যুব সংগঠনের নেতা কর্মীরা সাগর মুর্মুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। সাগর মুর্মুর স্ত্রী ফুলমনি মুর্মু ও দুই পুত্র, তার ভাইয়ের ও ভাইপোরা, পাড়া-প্রতিবেশীরাও মাল্য দান করেন সাগর মুর্মুর প্রতিকৃতিতে।শোক প্রস্তাব উত্থাপন করেন গোঘাট অঞ্চল কমিটির সম্পাদক বাসুদেব কুশারী।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপন মন্ডল। সাগর মুর্মুর স্মৃতিচারণা করেন ভাস্কর রায়। রক্তদান শিবিরে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন রামপ্রসাদ রায়। আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ লক্ষ্মীকান্ত ঘোষ। তিনি রক্তদান করার জন্য সকলকে উৎসাহিত যেমন করেন তেমনি রক্ত দেওয়া শরীরের পক্ষেও ভালো। রক্তদান একটা সামাজিক কাজ। রক্তদানের থেকে আর কোন দান বড় হতে পারে না।মোট ৫২ জন রক্ত দিয়েছেন।তার মধ্যে পুরুষ ৩২ জন মহিলা ২০ জন। প্রত্যেক রক্তদাতাকে একটি করে গাছ দেওয়া হয়।

দেবারতি বাসুলীঃ- পার্টির সাধারণ সম্পাদক ও প্রাক্তন সাংসদ সীতারাম ইয়েচুরি প্রয়াণে পুরশুড়া উত্তর এরিয়া কমিটির ডিহিবাতপুর পঞ্চানন তলায় শোক মিছিল হয়।

গতকাল নতুন দিল্লীর A.I.I.M.S হাসপাতালে প্রয়াত হন CPI(M) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি | আজ চুঁচুড়া এরিয়া কমিটির ডাকে, সীতারাম ইয়েচুরির প্রতি শ্রদ্ধা জানিয়ে, শোক মিছিল হয়।

আজ পোলবার আলিনগর থেকে কাশ্বাড়া পর্যন্ত শোক মিছিল হয়।
শ্রদ্ধাবনত চিত্তে সীতারাম ইয়েচুরি র
প্রতিকৃতিতে মাল্যদান করা হয় সিনেমা তলা থেকে পুইনানের হাটতলা পর্যন্ত শোক মিছিল পালন করা হয়।পুরশুড়া উত্তর এরিয়া কমিটির অফিসে প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরি প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।