চিন্তন নিউজ: ভাস্কর রায়ঃ- আজ ১০ ই সেপ্টেম্বর ‘২৪ ভারতের ছাত্র ফেডারেশন গোঘাট আঞ্চলিক কমিটি ও সি আই টি ইউ সমন্বয় কমিটির উদ্যোগে প্রাক্তন ছাত্র ও শ্রমিক নেতা প্রয়াত অসিত মুখার্জি স্মরণে স্বেচ্ছায় রক্তদান , দেহ দান ও চক্ষু দান শিবির অনুষ্ঠিত হলো কামারপুকুর কংকালী হিমঘরের শেডে। রক্তদান শিবির শুরুর প্রাক্কালে প্রয়াত কমরেড অসিত মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করেন গণআন্দোলনের নেতা দেবব্রত ঘোষ, অসিত মুখার্জির স্ত্রী সোমা মুখার্জি প্রবীণ কৃষক ও গণ আন্দোলনের নেতা দেবু চ্যাটার্জি, সি আই টি ইউ র গোঘাট সমন্বয় কমিটির আহ্বায়ক জাকির হোসেন, এস এফ আই গোঘাট আঞ্চলিক কমিটির সম্পাদক রাহুল ঘোষ, অভ্যর্থনা সমিতির সভাপতি অসীম মন্ডল এবং সি আই টি ইউ ও এসএফআই, কৃষক সভা , খেতমজুর ইউনিয়ন যুব ফেডারেশন ও মহিলা সমিতির নেতৃত্ব গন।এই শিবিরে সভাপতিত্ব করেন তিলক ঘোষ।অসিত মুখার্জি স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করেন সুজিত রায়। রক্তদান শিবির উদ্বোধন করে বক্তব্য রাখেন গণ আন্দোলনের নেতা দেবব্রত ঘোষ। বক্তব্য রাখেন সি আই টি ইউ র জেলা সম্পাদক তীর্থঙ্কর রায় , ভারতের ছাত্র ফেডারেশন ,হুগলি জেলা কমিটির সম্পাদক অর্ণব দাস, কান্তিময় মুখোপাধ্যায় ,ক্ষুদিরাম হেমরম। গণসঙ্গীত পরিবেশন করেন অশোক মুখার্জি ও সায়ক হাজরা। উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক সুবোধ ধবল। আলোচনার বিষয়বস্তু ছিল–” এ কোন সময়”- বক্তা ছিলেন -প্রাক্তন ছাত্রনেতা ও বর্তমানে সি আই টি ইউর রাজ্য নেতৃত্ব কমরেড পার্থ মুখার্জি*। এই রক্তদান দেহ দান শিবিরে রক্তদাতা মোট ৬০ জন। পুরুষ ৫৪ জন মহিলা ৬ জন। মরনোত্তর দেহদান করেছেন ১৩ জন। প্রত্যেককে একটি করে নিম গাছ দেওয়া হয়। সভাপতি তিলক ঘোষ অনুষ্ঠান শেষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, যাঁরা এই শিবির কে বিভিন্ন ভাবে সাহায্য ও সহযোগিতা করেছেন তাঁদের এবং কংকালী হিমঘরের কর্তৃপক্ষসহ এই হিমঘরের শ্রমিক কর্মচারীদের।

আজ ১০ই সেপ্টেম্বর ২৪ ভারতের ছাত্র ফেডারেশন গোঘাট আঞ্চলিক কমিটি ,ও সি আই টি ইউ সমন্বয় কমিটির উদ্যোগে প্রাক্তন ছাত্র ও শ্রমিক নেতা প্রয়াত কমরেড অসিত মুখার্জি স্মরণে স্বেচ্ছায় রক্তদান ও দেহদান চক্ষুদান শিবিরে,সি আই টি ইউ গোঘাট সমন্বয় কমিটির পক্ষ থেকে, জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের জন্য দেড় হাজার টাকা জাকির হোসেন সি আই ,টি ইউ জেলা কমিটির সম্পাদক কমরেড তীর্থঙ্কর রায়ের হাতে তুলে দেন।

সোনিয়া অধিকারীঃ-গতকাল চুঁচুড়া স্টেশন বাজার এলাকায় বাম গনসংগঠন গুলির ডাকা অবস্থান মঞ্চে ছবি এঁকে প্রতিবাদে সামিল হলেন চিত্রশিল্পী কমরেড শম্ভু ক্ষত্রী।

দেবারতি বাসুলীঃ-ব্যান্ডেল কোদালিয়া এরিয়া কমিটি এলাকায় চুঁচুড়া ষ্টেশন সংলগ্ন বাজারে ছাত্র , যুব, মহিলা ও গণ সংগঠনের উদ্যোগে সন্ধ্যা ৬টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত আর জি কর কান্ডের দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রতিবাদ সভা সংগঠিত হয়। গান , আবৃত্তি , পথ , নাটিকা ও প্রতিবাদী বক্তব্য রাখেন গণ আন্দোলনের নেতৃত্ব মলয় সরকার সহ অন্যান্য বক্তা । সভাটি সুন্দর ভাবে পরিচালনা করেন এই এলাকার গণ আন্দোলনের নেতৃত্ব উমা শংকর চক্রবর্তী । রাত্রি ৯টা থেকে ৯টা ৯মি মোমবাতি জ্বালিয়ে নিরবতা পালন করা হয়। উপস্থিতি সন্তোষ জনক। কর্মসূচি চলাকালীন গণ আন্দোলনের নেতৃত্ব মনোদীপ ঘোষ ও সৈকত সোঁ উপস্থিত ছিলেন।

চাঁপদানী এরিয়া কমিটির অন্তর্গত মুখার্জী গলি ও রবীন্দ্রমঞ্চ কয়লার ডিপ তে রাত ৮ থেকে ১০ টা পর্যন্ত বিক্ষোভ ও অবস্থান চলে।

আরামবাগ অবস্থানে ৯ সেপ্টেম্বরে রাত্রি ৬-৯ টা পর্যন্ত চলে।

রাত ৯টা। ৯ মিনিট কোতরং-হিন্দমোটর স্তব্ধ। তিলোত্তমার জন্য।

এবিটিএ চণ্ডীতলা পশ্চিম জোন ও এবিপিটিএ উত্তর চক্রের আহ্বানে জঙ্গলপাড়া বাজারে মিছিল ও পথসভা সংগঠিত হয়।অরুন পাকিরা ও আশিস চক্রবর্তীর নেতৃত্বে সভাপতি মন্ডলী সভা পরিচালনা করেন। বক্তব্য রাখেন শিক্ষক নেতা দেবব্রত রায় চৌধুরী, মুশা হালদার, সেখ আজিম আলি, শিক্ষিকা মৌলি সরকার ।
