জেলা

হুগলি বার্তা:-


চিন্তন নিউজ: সুকুমার ভুক্তাঃ-আজ আরামবাগ সাব ডিভিশনে আয়োজিত হল ‘খাদ্য আন্দোলন শহীদ দিবস’ উপলক্ষে একটি জনসমাবেশ । সবার উদ্যোক্তা ছিলেন ‘সারা ভারত খেতমজুর ইউনিয়ন’, সিআইটিইউ ‘সারা ভারত কৃষক সভা’ এই তিনটি গণসংগঠন।।আশপাশের কয়েকটি বিধানসভা এলাকা থেকে বহু কর্মী আসেন এই সমাবেশে । আরামবাগের নেতাজি স্কয়ারের কাছে এই সমাবেশটি হয়। সমাবেশে খাদ্য আন্দোলনের আশি জন শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সমাবেশে কমরেডরা তাদের বক্তব্যে খাদ্য আন্দোলনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন । এছাড়াও বিভিন্ন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে অবশ্যম্ভাবীভাবে উঠে আসে আরজিকর প্রসঙ্গ। ‘আর জি কর প্রসঙ্গে দল মত নির্বিশেষে সমস্ত সাধারণ মানুষকে একসাথে নিয়ে জনস্বার্থে গন আন্দোলন গড়ে তুলতে হবে কোন রাজনৈতিক রং ছাড়াই’ এই বক্তব্য উঠে আসে কমরেডদের কথায় ।অনুষ্ঠানে বিশিষ্ট বক্তা ছিলেন কমরেড অমল হালদার। সমাবেশে সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।

পার্থ চ্যাটার্জীঃ-গোটা রাজ্যের সঙ্গে সাযুজ্য রেখে এক নম্বর ওয়ার্ড চন্দননগরের পক্ষ থেকে প্রগতি সংস্কতিক পরিষদের সামনে অন্যান্য বারের মতো এবারও খাদ্য আন্দোলনের অমর শহীদদের স্মরণ অনুষ্ঠান সংঘটিত হলো। আজকের এই অনুষ্ঠানে রক্ত পতাকা উত্তোলন এবং তাকে হাফ মাস্ট করেন আমাদের এরিয়া কমিটির অন্যতম সদস্য কমরেড জয়ন্ত চ্যাটার্জি, শহীদ স্মরণে সংগীত পরিবেশন করেন বর্ষিয়ান কমরেড পার্থ চ্যাটার্জি। এবং তারপরে শহীদ বেদীতে মাল্যদান পর্ব শেষ হয় আজকের দিনের তাৎপর্য ব্যাখ্যা করেন পার্থ চ্যাটার্জি।

বাবাই সাহাঃ-আজ শ্রীরামপুর এস‌এফ‌আই, ডিওয়াইএফ‌আই, এইড‌ওয়া, সিআইটিইউ (SFI DYFI AIDWA CITU) পশ্চিম অঞ্চলিক কমিটির উদ্যোগে আর জি করের নৃশংস ঘটনার বিরুদ্ধে বিবিড়বের মোড় থেকে বঙ্গিহাটি অবধি প্রতিবাদ মিছিল সংগঠিত হয় ও মিছিল শেষে দিল্লি রোড অবরোধ করা হয়।

দাদপুর এরিয়া এলাকায় প্রতিবাদী মঞ্চের ডাকে এক নাগরিক মিছিল বেড় করা হয়। পুইনান থেকে মাকালপুর বাস স্ট্যান্ড পর্যন্ত পাঁচ কিলোমিটার পথ হাটা হয়।

সোমনাথ ঘোষঃ-৩১ শে আগস্ট খাদ্য ও গণ আন্দোলনের শহীদ দিবস ও RG KAR এ তরুনী চিকিৎসককে নারকীয় ধর্ষণ ও খুনের বিচারের দাবীতে শ্রীরামপুর মহকুমার সমাবেশ চন্ডীতলা ১ নং ব্লক এলাকার মশাটে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন স্বপন বটব্যাল, ভক্তরাম পান, তীর্থঙ্কর রায়, ও দীপ্সিতা ধর ।
পবিত্র সিংহ রায়, শুকদেব দাস ও জগন্নাথ ঘোষের নেতৃত্বে সভাপতিমন্ডলী সভা পরিচালনা করেন ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।