জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ:রোহিত রায়ঃ- তিলোত্তমার বিচার চেয়ে দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে তেলিনীপাড়া ভদ্রেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনী, বর্তমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও সর্বস্তরের মানুষ কে নিয়ে প্রতিবাদ মিছিল ।

বাবাই সাহাঃ-ক্ষুদ্র আমি তুচ্ছ ন‌ই, জানি আমি ভাবী বনস্পতি,বৃষ্টির, মাটির রসে পাই আমি তারি তো সম্মতি।

চূঁচূঁড়া বাসস্ট্যান্ডের এইখানে গিগ কর্মীরা অপেক্ষা করে অর্ডারের জন্য। আজ সারাদিন যারা যখন দাঁড়িয়েছিল তাদের হাতে ছিল একটা পোষ্টার ।

পোষ্টারের দাবিও সেই এক , দফাও সেই এক …
আর জি কর মামলার সব তথ্য লোপাটকারি , পুলিশ তথা স্বাস্থ্য তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ ।
অরাজনৈতিকভাবে রাজনৈতিক ব্যক্তিদের মতো পতাকা , স্লোগান লুকিয়ে নয় , কর্মক্ষেত্রে সরাসরি প্রতিবাদ শ্রমিক শ্রেণীর অভ্যাস ঐতিহাসিক ভাবে ।
রাত :১১:৩০ এও ছিলেন তাঁরা পথে তিলোত্তমার বিচারের দাবীতে।

রোহন ঘোষঃ-শান্তিপূর্ণ জেলা হুগলি আজ অশান্ত দূর্নীতি বাজ দের জন্য । এর ই এক ঘটনা ঘটলো মগরা তে। মগরায় শুট আউট এর ঘটনা ঘটলো ।রাতে বাইকে করে যাওয়ার সময় পিছন থেকে ধাওয়া করে গুলি করে হাতে পেটে গুলি লাগায় হাসপাতালে দুজন।
পুলিশ সূত্রে জানা গেছেপুরনো শত্রুতার জেরে এই ঘটনা।

ভাস্কর রায়ঃ-আজকে খানাকুল 2 BDO অফিসে কৃষক সভার নেতৃত্বে,ক্ষেতমজুর ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের পক্ষথেকে ডেপুটেশন দেওয়া হলো। দাবি ছিল আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংস ভাবে খুন ও ধর্ষণকারীদের গ্রেফতার ও বিচার চাই,কৃষি ফসলের ন্যূনতম সহায়ক মূল‍্য আইন সহ,খানাকুলের ৬ টি ব্রীজ ভেঙে গেছে তার নির্মাণ সহ যোগাযোগ ব্যবস্থা ঠিক করা নানান দাবিতে। সভাপতিত্ব করেন কৃষক সভার ব্লকসভাপতি সমীর পাল। বক্তব্য রাখেন প্রাদেশিক কৃষক কাউন্সিলের সদস‍্য কমরেড ভাস্কর রায়,জেলা কাউন্সিল সদস্য জাহাঙ্গীর আলম। ডেপুটেশনের প্রতিনিধিদের পক্ষ থেকে অসীম বাগ বক্তব্য রাখেন।ডেপুটেশনে উপস্থিত ছিলেন দেড় শতাধিক মানুষ।

দেবারতি বাসুলীঃ- গতকাল মুখ্যমন্ত্রীর হুমকীর পর দুর্গাপুরে তিলোত্তমা খুনের বিচারের দাবিতে, শান্তিপূর্ণ মিছিলে শাসক দলের আক্রমণের প্রতিবাদে ও দুর্গাপুরে পার্টি অফিস ভাঙচুরের প্রতিবাদে, কোন্নগর হীরালাল কলেজের ছাত্র নেতার উপর আক্রমণের প্রতিবাদে ছাত্র, যুব ও মহিলা তিন সংগঠনের ডাকে আজ ২৯শে আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৫টায় জাঙ্গীপাড়া বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো।

আজ পাণ্ডুয়ায় মিছিল,পাণ্ডুয়া ক্ষীরকুন্ডি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কোটালপুকুর রেলগেট মোড় হয়ে পাণ্ডুয়া স্টেশন রোড(দক্ষিণ) হয়ে পাণ্ডুয়া রাধারানী উচ্চ বালিকা বিদ্যালয় ও পাণ্ডুয়া থানার সামনে শেষ হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।