চিন্তন নিউজ: দীপালী মন্ডলঃ-১৩ দফা দাবির ভিত্তিতে আজ সিঙ্গুর এ ডি এ (ADA) অফিসে কৃষক সভা, শ্রমিক ইউনিয়ন, ও ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়।
সোমনাথ ঘোষঃ-৩১ শে আগস্ট খাদ্য ও গণ আন্দোলনের শহীদ দিবসে শ্রীরামপুর মহকুমার সমাবেশ মশাটে প্রচারের জন্য চন্ডীতলা ১ নং ব্লক কৃষক সভা এলাকার শিয়াখালার চকতাজপুর পাত্র পাড়ায় বাড়ি বাড়ি লিফলেট বিলি চলছে।
চণ্ডীতলা-১ এরিয়ার জঙ্গলপাড়া কৃষ্ণরামপুর দেশপ্রান বিদ্যালয় ধার থেকে মশাট আপতাপ মিত্র উচ্চ বিদ্যালয় পর্যন্ত মহামিছিল দখল নিলো রাস্তার।
দেবারতি বাসুলীঃ-আর জি করে চরম নৃশংসতার প্রতিবাদে মা বোনেদের নিরাপত্তা ও সম্মান মর্যাদা রক্ষার দাবিতে হুগলির তারকেশ্বরে কৃষক শ্রমিক মহিলা সংগঠনের উদ্যোগে আজ অবস্থান ও মিছিল ।
ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )
মগরা দিগসুই সপ্তগ্রাম এরিয়া কমিটি
কলকাতা আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারকীয় ঘটনা। এই বর্বরিচিত ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সপ্তগ্রাম পঞ্চায়েত এর বড়পাড়া মোড়ে সি পি আই এম র ডাকে বিক্ষোভ সভা । সভায় বক্তব্য রাখেন কমরেড আহমেদ আলী, কমরেড তারা বিবি প্রলয় মুখার্জি,যুব নেত্রী অন্বেষা দাসগুপ্ত ডিওয়াইএফআই হুগলী জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সভাপতিত্ব করেন বাবলু ঘোষ। সভা শেষে বড়পাড়া মোড়ে মোমবাতি মিছিল সংগঠিত হয়।উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য কমরেড সৈকত সোঁ,এরিয়া কমিটির সদস্য গুরুপদ ঘো স্বপন চক্রবর্তী, হবিবর রহমান ।
ধনিয়াখালি হাজিগড়ে মিছিল এবং মিছিল শেষে হাজিগড় তেমাথায় পথসভায় হয়, সভাপতিত্ব করেন বন্যা টুডু, বক্তব্য রাখেন সুনীল বাগ ও আব্দুল হাই।
আর জি কর এ তিলোত্তমার ধর্ষণ ও খুনের প্রতিবাদে পুরশুড়া ব্লকের এসএফআই, ডিওয়াইএফআই, এইডওয়া, সিআইটিইউ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ডেপুটেশন দেওয়া হয়।
দা দ পুর এরিয়া কমিটি এলাকায় বাবনান অঞ্চলে আরজিকরের ঘটনা ধর্ষণ ও খুনের প্রতিবাদে কৃষ ক ক্ষেতমজুর সিআই টি ইউ ও যুব উদ্যোগে মোমবাতি মিছিল কয়েকটি বুথে ঘুরে বাবনান বাজারে শেষ করা হয়।