জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজ:দেবারতি বাসুলীঃ- আগামীকাল জঙ্গলপাড়া থেকে মশাট পর্যন্ত মহামিছিলের সমর্থনে মশাট আপতাপ মিত্র হাই স্কুলে ছাত্রছাত্রীদের গেট ডায়াসিং চলছে।

আজ হলো এস এফ আই এর ডিআই অফিস অভিযান।

বড় আন্দোলনের জয় হুগলি জেলা SFI এর

৯ দফা দাবির মধ্যে ৫ দফা দাবি মানলো DI….

যে ৫ দফা দাবি মানলো

১) সমস্ত স্কুলে ১০০% নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। সমস্ত স্কুলে সর্বত্র সিসিটিভি দ্রুত বসানো হবে।১।প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে হারহাত্রীদের জন্য ক্লাসরুম,ল্যাবরেটরি,লাইব্রেরী ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা পরিকাঠামো সুনিশ্চিত করতে হবে।

২। পকসো কমিটি ও ভিশাখা কমিটি বাধ্যতামূলক করতে হবে।
৩। সরকারী স্কুলে ড্রপআউট ছাত্র-ছাত্রীদের অতি দ্রুত স্কুলে ফেরানোর উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি
ড্রপআউট ছাত্র-ছাত্রীদের নামের তালিকা প্রকাশ করতে হবে।

৪। প্রতিটা স্কুলের ছাত্র-ছাত্রীদের ভর্তির নির্দিষ্ট ফি (২৪০টাকা) ছাড়া অতিরিক্ত টাকা নেওয়া চলবে না। আর.টি.ই অ্যাক্ট অনুসারে কোন শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত ফি নিলে, নোটিশ জারি করে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৫। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের সুবিধার্থে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের পরিষেবা চালু এবংসুনিশ্চিত করতে হবে।

আজ পুরশুড়া উত্তর এরিয়া কমিটির রনবাগপুর গ্রামে আর জি কর হাসপাতালে ছাত্রী ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে মহিলাদের ঝান্ডা ছাড়াই মিছিল হয়। মিছিল শুরু হয় কালিতলা থেকে। গ্রাম ঘুরে মিছিল শেষ হয় কালিতলায়।

রোহিত রায়ঃ-তিলোত্তমার বিচার চেয়ে ভদ্রেশ্বর চাঁপদানী ছাত্র, ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা সাংস্কৃতিক কর্মীদের আহ্বানে ভদ্রেশ্বর স্টেশন থেকে প্রতিবাদ মিছিল।

সোমনাথ ঘোষঃ- চন্ডীতলা ১ নং ব্লক কৃষক সভার ডাকে কৃষকদের ফসলের সহায়ক মূল্য, সার, বীজ ও কৃষি উপকরণ ভর্তুকি দরে সরবরাহ, সহ অন্যান্য দাবীতে এবং RG KAR নিহত তরুনী চিকিৎসকের খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে চন্ডীতলা ১ নং কৃষি অধিকর্তার নিকট ডেপুটেশন দেওয়া হয় ।
উপস্থিত ছিলেন রঘুনাথ ঘোষ, কম অশোক নিয়োগী,কম সোমনাথ ঘোষ, কম আশীষ চ্যাটার্জি সহ অন্যান্যরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।