চিন্তন নিউজ: নিজস্ব সংবাদদাতাঃ-আজ ত্রিবেণী অটো স্ট্যান্ড থেকে জুটমিল ঝান্ডা মাঠ পর্যন্ত আর জি কর নিয়ে ডাক্তারবাবু দের আহ্বানে প্রতিবাদ মিছিল হয়।সিপিআইএম পার্টি সদস্য, সমর্থক, দরদীরা মিছিলে সক্রিয় অংশ নেন। মিছিলে একজন বাচিক শিল্পী আবৃত্তি পরিবেশনের মাধ্যমে প্রতিবাদ ব্যক্ত করেন। এলাকার নাগরিকরা মিছিলে অংশগ্রহণ করেন।
আজ জাঙ্গীপাড়া থানার রাজবলহাট অঞ্চলের নস্করডাঙ্গা পার্ট অফিস থেকে শুরু করে বাজার ঘুরে পার্টি অফিসে শেষ হয়, রসিদপুর অঞ্চলের সেনপুর পার্টি অফিস থেকে সুকান্ত পার্ক, মুণ্ডলিকা বাজার থেকে আঁইয়া পাঁচ মাথা, জাঙ্গীপাড়া বাজারে আর জি কর মেডিকেল কলেজের ঘটনার দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবীতে আজ নাগরিক মিছিল অনুষ্ঠিত হয়।
আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক তরুণীকে গণধর্ষণ ও খুনের প্রতিবাদে, দোষীদের বিচার চেয়ে গোঘাট এক ও দুই নম্বর ব্লকের কুমুড়সা জি পি র কুমুড়সা গ্রামে গ্রামবাসীদের ধিক্কার মিছিল এবং পশ্চিমপাড়া জি পির শান্তিপুর মোড়ে ঐ একই দাবিতে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ। গ্রাম জাগছে –মানুষ পথে নামছে।
আজ চরম বৃষ্টির মধ্যেই পাণ্ডুয়ায় মিছিল,পাণ্ডুয়া শশিভূষন সাহা হাইস্কুলের সামনে থেকে শুরু হয়ে হসপিটাল রোড হয়ে মেলাতলা-ইলেক্ট্রিক অফিস-বেনেপাড়া-কালনা মোড়-হাটতলা-কুলটিরোড হয়ে তেলিপাড়া মোড়ে শেষ হয়।
আর.জি কর মেডিক্যাল কলেজের স্নাতোকোত্তর পাঠরতা ডাক্তারি পড়ুয়া চিকিৎসক ছাত্রীকে কর্মরত অবস্থায় ধর্ষণ করে খুন করার প্রতিবাদে,ধর্ষণ ও হত্যার বিচার চাইতে এবং উক্ত ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবীতে ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবীতে আজ বিকালে CPI(M) ডানকুনি এরিয়া কমিটির অন্তর্গত কালীপুর ১ ও ২ শাখার যৌথ উদ্যোগে সারা কালীপুর জুড়ে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
ডানলপ বাঁশবেড়িয়া চন্দ্রহাটি এলাকায় চন্দ্রহাটি ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় মূলতঃ ত্রিবেণী টিস্যু সিটু ইউনিয়নের উদ্যোগে শ্রমিক পরিবার ও সংগঠকদের নিয়ে প্রতিবাদ মিছিল হয় । INTUC র সমর্থক সংগঠকরা মিছিলে ছিলেন। প্রায় ৪০০ মানুষের মিছিল এলাকায় প্রতিবাদের স্লোগান তোলেন।
চন্দননগরের স্ট্যান্ডে বিপ্লবীর আবক্ষ মূর্তির সম্মুখে বিপ্লবী চারুচন্দ্র রায়ের জন্মদিনে সংযুক্ত নাগরিক কমিটির উদ্যোগে তাঁকে স্মরণ করা হল। বক্তব্য রাখলেন শিক্ষক ড: কুনাল সেন। সভাপতিত্ব করেন বিশ্বজিত মুখোপাধ্যায়।