চিন্তন নিউজ:দেবারতি বাসুলীঃ-আজ আরামবাগ নাগরিক সমাজের ডাকে ‘তিলোত্তমা’র উপর পাশবিক নির্যাতন ও খুনের প্রতিবাদে আরামবাগ করুনা সিনেমা হলে র সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে গৌরহাটী মোড়-সুধানীল সিনেমা হল -পারুল হয়ে গড়বাড়ী বাসস্ট্যান্ড এলাকায় শেষ হয়। মিছিলে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তি গন যোগ দিয়েছেন। মিছিলে তিন হাজারের বেশি মানুষ যাও মধ্যে অর্ধেক মহিলা বৃস্টির মধ্যে মিছিলে স্লোগান দিতে দিতে এগিয়ে চলেন। মিছিল থেকে অবিলম্বে দোষীদের চরম শাস্তি র দাবি জানানো হয়েছে।
অজিত কর্মকারঃ-গতকাল ব্যান্ডেলে, আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের পৈশাচিক নির্যাতন ও নৃসংস হত্যাকাণ্ডের প্রতিবাদে, এলাকার ব্যবসায়ী ও নাগরিক সমাজ।
সোমনাথ ঘোষঃ-আর জি কর এ তরুনী চিকিৎসককে নারকীয় ধর্ষণ ও খুনের প্রতিবাদে শিয়াখালায় ধিক্কার জানিয়ে মোমবাতি মিছিল সংগঠিত হয়।