চিন্তন নিউজ:পার্থ চ্যাটার্জীঃ-আজ ২৩শে আগস্ট শুক্রবার আর জি করের নৃশংস ঘটনার প্রতিবাদে চন্দননগর চার্চের সামনে নাগরিক সমাজের পক্ষ থেকে গান আবৃত্তি ছবি অঙ্কন আলোচনা মাধ্যমে কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচি পরিচালনা করেন তানিয়া মুখার্জী। আগামী কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন বিশ্বজিৎ মুখার্জী। সভায় ব্যক্তিগত ভাবে এবং সমষ্টি গত ভাবে কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। সভা শেষে কানাইলাল এবং মাখনলাল এর পাদদেশে মোমবাতি প্রজ্বলন করা হয়।
সৌরেন বসুঃ-আজ ২৩/৮/২৪ তারিখে কৃষকদের দাবী সপ্তাহে প্রচার আন্দোলনের কর্মসূচীর অংশ হিসেবে পান্ডুয়া বি,ডি,ও অফিসে স্থানীয় দাবী সহ মোট ১২ দফা দাবীতে ডেপুটেশন দেওয়া হয়। পান্ডুয়া থানা কৃষক সমিতির সম্পাদক সৌরেন বসু, থানা কমিটির সহ সম্পাদক নিমাই ধাড়া, র্দূগা ঘোষ,পার্থ ঘোষ, সদস্য যত সুকুমার রক্ষিত,সলিল আদক,সহ সভাপতি অশোক দাস,কেশব চ্যাটার্জি, জয়দেব ক্ষেত্রপাল প্রমুখ। এছাড়াও অফিস প্রাঙ্গনে জয়নাল আবেদীন,সঞ্জয় মুখার্জী সহ অন্যান্য অনেকে। প্রতিনিধিত্বমূলক ডেপুটেশনের দাবিগুলো নিয়ে পরবর্তীতে জমায়েত করে কি পদক্ষেপ প্রশাসন নিয়েছে তা জানতে চাওয়া হবে।এ ক্ষেত্রে বি,ডি,ও,এ,ডি,এ ও বি,এল,আর,ও অফিসের ভূমিকা ক্ষতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।
জয়দেব ঘোষঃ-নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলি জেলা কমিটির শিক্ষিকা টিমের ডাকে আজ আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চুঁচুড়া স্টেশন স্টেট ব্যাংক এটিএম এর সামনে থেকে মিছিল সংগঠিত করে তোলাফাটক পর্যন্ত যায়। মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মোহনদাস পন্ডিত, জেলা সম্পাদক কমল মল্লিক,জেলা কোষাধ্যক্ষ অসীম কুমার পাল, সহ-সভাপতি সেখ হবিবুর রহমান,জয়ন্ত কুমার দে, প্রাক্তন সভাপতি ও সম্পাদক নরেন দে, সহ-সম্পাদিকা কাকলি বিশ্বাস, জয়দেব ঘোষ, লিপি চ্যাটার্জী, গোপাল দাস, মনোজ সরকার প্রমূখ। মিছিল পরিচালনা করেন হুগলি জেলা শিক্ষিকা টিমের যুগ্ম আহ্বায়ক এবং সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্যা তনুশ্রী সাহা পাল এবং নবনীতা রায়। মিছিল শেষে বিক্ষোভ সভা হয় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভাপতি মোহনদাস পন্ডিত এবং জেলা সম্পাদক কমল মল্লিক। মিছিল ঘিরে এলাকায় উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
সুব্রত দাসগুপ্তঃ-আজ আর জি কর হাসপাতালে র ঘটনা র প্রতি বাদে ত্রিবেণী টিস্যুতে ধিক্কার মিছিল।